Header Ads Widget

▶️ আওয়ামী কালের উন্নয়ন।

 


আওয়ামী কালের উন্নয়ন

(দেশাত্ববোধক কবিতা)

আঃ কাদির আকন্দ

২০/০১/২০২০ইং

বর্তমানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কণ্যা।

বহাইয়াছেন দেশে দেখি উন্নয়নের বন্যা।

সমুদ্র সীমানার বিরোধ তিনি মেটান

 সিটমহলের ক্যালেংকারির নিষ্পতি ঘটান।

 ঢাকা শহর ফ্লাইওভার অনন্য কাজ,

এশিয়ান হাইওয়ে তাও হচ্ছে আজ। 

ডুবো জাহাজ দুটি সাগরে এনে, 

কাজ তার জলপথের শত্রু দমনে।

 দেশটি হচ্ছে বিদ্যুতায়ন উন্নতির গোড়া

 সেটেলাইট স্থাপনে হচ্ছে ডিজিটালে কড়া।

 বায়ামেট্রিক যোগসুত্র মূল্যবান এক কাজ,

 ডিজিটাল সহায়তা পেয়ে চলছে আজ। 

চেয়ে দেখ আইডি কার্ড হলো স্মার্ট, 

নগদ বিকাশ ডাচ-বাংলা চলছে আট সাট। 

ঢাকায় পেলাম পাতাল চলা ট্রেনটি এখন ভাই, জানজোট নিরশন অনেকটা আজ তাই।

 পদ্মা নদীর ব্রীজ হয়ে যোগাযোগের সুখ,

 রূপপুরের চুল্লির কাজ দেশের গৌরব মুখ। 

দেশ ব্যাপী প্রতি থানায় মডেল মসজিদ পাই, 

দেশ সেবাই জন সেবার অন্যকিছু নাই,

 মাত্রী আদর দিয়ে দিলেন রহীঙ্গাদের ঠাই। 

পূণর্বাসন ভূমিহিনদের দেশীদেরও পাই। 

শিক্ষাভবন চারতলা প্রায়গুলি এখন,

 ইউনিয়ন পরিষদ তিন তালার ভবন। 

নাম বদল শুধু নয় কামবদলের পালা, 

দেশ ঘুরে দেখি আজ উন্নয়নের মালা। 

মুক্তিফৌজ ছিলেন যারা দেশের কোনায় পড়ে। সম্মানী দিলেন খুঁজে অধীকার পুরে।

রাস্তায় আবার বিশেষ মোড়ে অটো লাইট জ্বলে, কৃষকেরা শান্তিতে হাল বাইছেন কলে।

 প্রতিবন্ধি বয়স্ক আর বিধবা ভাতাও হলো, পূন:নির্বাচণে মোরা এরুপই চাই চল। 

এরুপই চাই চল।

Post a Comment

0 Comments

শিয়া সুন্নিদের হাদিস কতগুলো

A touching story of an oppressed woman
Chat with us on WhatsApp