Header Ads Widget

▶️ এক প্রকার পর্দার নাম হলো নানী পর্দা।

 


শুধু হুজুর দেখলে পর্দা...

এক দুপুরে নানী নাতিকে সঙ্গে নিয়ে পুকুরে গোসল করতে গেলো। নানী পর্দানশীল মহিলা। পুকুরটা রাস্তার ধারে। নানী নাতিকে বললো, আমি গোসল করতে নামতেছি। তুই লোক এলে আমাকে বলবি।

নাতিকে পাড়ে দাঁড় করিয়ে দিয়ে নানী ঘাঁটে বসে মাথার কাপড় খুলে সাবান মাখতে লাগলো। ক্ষণেক পরেই ঐ রাস্তায় একটি লোক আসতে দেখে নাতি হাকুলি-বিকুলি করে বলে উঠলো, নানী গো নানী, লোক আসতাছে।

তা শোনে নানী ব্যস্ত হয়ে গায়ে মাথায় কাপড় জড়িয়ে নিলো। লোকটি পার হয়ে গেলো। ঘোমটার ফাঁকে নানী দেখলো, লোকটি আর কেউ নয়, ও পাড়ার "ফটিক"। তাই নানী নাতিকে বলল, ও-ডেহর ও তো ও পাড়ার ফটিক রে। এবার ভালো করে দেখবি, লোক এলে বলবি।

কিছু পরে একজনকে আসতে দেখে নাতি বলে উঠলো, নানী গো নানী, লোক আসতাছে। নানী তারাতারি গায়ে মাথায় কাপড় জড়িয়ে নিয়ে চোরা চাহনিতে দেখলো, ওটা দুধওয়ালা। বিরক্ত হয়ে গালে একটা থাপ্বর লাগিয়ে বললো, আরে বোকা, ওটাতো তো দুধওয়ালা রে। প্রত্যেকদিন আমাদের ঘরে দুধ দিয়ে যায়, জানিস না? ভাল করে দেখিস, লোক এলে বলিস।

সামান্যক্ষণ পরেই মাথায় ঝুড়ি নিয়ে একজনকে আসতে দেখে নাতি বললো, নানী গো নানী, লোক আসছে। নানী গায়ে মাথায় কাপড় দিয়ে পিছন থেকে তাকিয়ে দেখে গালে আরেকটা থাপ্বর বসিয়ে দিয়ে বললো, আরে ওটাতো চুড়িওয়ালা রে। আমরা ওর কাছ থেকে চুড়ি নেই জানিস না?

নানী সাবান মাখতে মশগুল হলো, নাতি মনে মনে ভাবতে লাগলো, তাহলে লোক আবার কাকে বলে? স্থির করলো আর কিছু বলবে না। (শুধু শুধু বলে চর খেয়ে লাভ কি?)

হঠাৎ গ্রামের ইমাম সাহেব সে রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। নাতি আর কিছু বললো না। নাতি মনে মনে ভাবতে লাগলো, উনি তো আমাদের ইমাম সাহেব উনার কথা বলে নানীকে আর বিরক্ত করে আবার মার খেয়ে কোনো লাভ নেই।

নাতির যেমন চিন্তা তেমনি কাজ, ঐ দিকে ইমাম সাহেব নানীকে খোলামেলা দেখে গলা ঝাড়া দিলেন। নানী স্বসব্যস্ত হয়ে লজ্জাবতী লতার মতো কাপড় জড়িয়ে জড়-সড় হয়ে গেলো। মৌলবী সাহেব পার হয়ে গেলে সে রাগে অধীরা হয়ে পাড়ে এসে নাতির গালে ঠাস্ ঠাস্ করে দুটা চড় লাগিয়ে দিলো।

বললো, বাঁদর লোক চিনিস না? তোর চোখ খারাপ হয়েছে নাকি? বললাম যে, লোক এলে বলবি।

নাতি কাঁদতে শুরু করলো এবং বললো তোমার তো আগেই বলা উচিৎ ছিলো, যে হুজুরেরা 'লোক' হয়। তাহলে তো আমিও হুজুর আসলেই বলে দিতাম।

বর্তমানে আমাদের সমাজের বেশিরভাগ মা-বোন গুলোই ঐ নানীর মতো হয়ে গেছে।

হুজুর দেখলেই শুধু তাদের পর্দার প্রয়োজন হয়। তা ছাড়া তাদের কোনো পর্দা লাগেনা। আসলে পর্দা কাকে বলে তারা সেটাই জানেনই না।




Post a Comment

0 Comments

শিয়া সুন্নিদের হাদিস কতগুলো

A touching story of an oppressed woman
Chat with us on WhatsApp