▶️ আদর্শ তরুনী হও। আঃ হামিদ ফায়জি

 

🌹আদর্শ তরুণী🌹

স্নেহময়ী বোনটি আমার! জীবন হল অচেনা পুকুরের মত। নামার সময় সাবধানে নামতে হবে। জীবন গতিশীল। শৈশব থেকে কৈশোর পার হয়ে এখন তুমি যৌবনে পদার্পণ করেছ। তোমার মনে এখন কত স্বপ্ন, কত আশা, কত ভয়, কত ভরসা।


জেনে রেখো তোমার ইহ-জীবনের গাড়ি পার হবে তিনটি সেতুর উপর দিয়ে। অতঃপর পরকালের জীবনে পুলসিরাতের সেতু পার হয়ে পৌঁছবে শেষ মঞ্জিল জান্নাতে। দুনিয়ার পথে তোমার প্রথম সেতু হল মা। দ্বিতীয় হল বাপ। আর তৃতীয় হল স্বামী। আর তোমার অচেনা পথের গাইড-বুক হল, কুরআন ও সহীহ হাদীস।



জাহেমাহ নবী-এর নিকট এসে বললেন, 'হে আল্লাহর রসূল! আমি জিহাদ করব মনস্থ করেছি, তাই আপনার নিকট পরামর্শ নিতে এসেছি।' এ কথা শুনে তিনি বললেন, "তোমার মা আছে কি?" জাহেমাহ বললেন, 'হ্যাঁ'। তিনি বললেন, "তাহলে তুমি তার খিদমতে অবিচল থাক। কারণ, তার পদতলে তোমার জান্নাত রয়েছে।” (ইবনে মাজাহ, সহীহ নাসাঈ ২৯০৮ নং)

মহানবী বলেন, "পিতা হল বেহেশ্বের মধ্যম দরজা। সুতরাং তোমার ইচ্ছা হলে

তার যত্ন নাও, না হলে তা নষ্ট করে দাও।” (আহমাদ, তিরমিযী, ইবনে মাজাহ, ইবনে হিব্বান হাকেম) নবী বলেন, "স্ত্রীর জন্য স্বামী তার জান্নাত অথবা জাহান্নাম।” (ইবনে আবী শাইবাহ, নাসাঈ, ত্বাবারানী, হাকেম, প্রভৃতি)

প্রকৃতির প্রথম ও প্রধান আইন হচ্ছে, মাতা-পিতাকে মান্য করা। অবশ্য তা হবে বৈধ বিষয়ে। অবৈধ কোন বিষয়ে কারো কথাই মান্য নয়।



🌹জীবন পথে প্রস্তুতিঃ🌹

হয়তো বা তুমি তোমার কৈশোর থেকেই লক্ষ্য করেছ, ছেলেরা যেন তোমার দিকে তাকিয়ে থাকে। তোমার মনে প্রশ্ন জাগতে পারে, তা কেন?

'মেয়েদেরকে দেখে হ্যাংলা কুকুরের মত যে সব পুরুষের জিভে পানি আসে, মেয়েরা তাদেরকেই বেশী ঘৃণা করে।' তা কেন? কেন লম্পটরা তোমাকে দেখে 'আঙ্গুর ফল টক' ইত্যাদি বলে মন্তব্য করে?

আসলে তোমার যৌবন তোমার সম্পদ। তোমার দেহে যৌবনের ফুল ফুটলে, তারুণ্যের লাবণ্য উজ্জ্বল হয়ে প্রকাশ পেলে, তোমার দিকে পুরুষে তাকাবে -- এটাই প্রকৃতির নিয়ম।

এই সম্পদ তোমার অমূল্য সম্পদ। তুমি তোমার সম্পদের হিফাযত কর। 'নারীর নারীত্বের প্রধান সম্পদ হল তার দেহের নিভৃতে রক্ষিত মূল্যবান মোহর; যা সাপের মাথার মণির চেয়েও দামী। সাপ মণি-হারা হলে গাছের সাথে মাথা কুটে অঘোরে প্রাণ হারায়। পক্ষান্তরে ঝিনুক জীবন দেয়, তবু বুকের মুক্তোটি কাউকে নিতে দেয় না।' সতী নারী তার সতীত্ব ও নারীত্ব রক্ষা করে সকল শক্তি ব্যয় ক'রে।



Post a Comment

0 Comments

শিয়া সুন্নিদের হাদিস কতগুলো

A touching story of an oppressed woman
Chat with us on WhatsApp