একটি ইসলামী সংগীত
আঃ কাদির আকন্দ
তাং - ১৪/৫/২০২৩ইং
আমার দয়ার আল্লাহ্
আমি তোমায় ভালো বাসি! চিরো দিন তোমার আকাশ
তোমার বাতাস আমার প্রাণে,
ও প্রভু আমার প্রাণে, জাগায় খুসি-
আমার দয়ার আল্লাহ্, আমি তোমায় ভালোবাসি
কি শোভা কি মায়া গো কি স্নেহ কি দয়া গো
কি মায়া বিছেয়েছ, মায়েদের দেলে দেলে
পিতা-মাতা শান্তিতে ভাসে
দেখলে শিশুর মুখের হাসি-
আমার দয়ার আল্লাহ্, আমি তোমায় ভালোবাসি-ঐ
মোরা তাই পিতামাতার সেবা দেব
সবার চেয়ে অনেক বেশি.....
আমার দয়ার আল্লাহ্, আমি তোমায় ভালোবাসি।।
তাদের মুখের ভাষা শেখায় দিশা
কেমনে চলি সমাজ মিসি
আমার দয়ার আল্লাহ্, আমি তোমায় ভালোবাসি।।
প্রভু তুমি সবার মুলে, ভুলিনা যেনো কোন কালে তোমার স্মরণ পূর্ণ করে আমার মিটা বেদনা খানি আমার দয়ার আল্লাহ্, আমি তোমায় ভালোবাসি
0 Comments