Header Ads Widget

▶️ ছড়া-ছন্দ ১০ (শিশুদের জন্য)


ছড়া-ছন্দ ১০ (শিশুদের জন্য)

আঃ কাদির আকন্দ

(১২/০১/২০১৮ইং)

বৈশাখ-জৈষ্ঠ্য গ্রীষ্মকাল,

রুদ্র-তাপ তার বড় ঝাঁজাল।

আষাঢ়-শ্রাবণ বর্ষাকাল,

ভরে বিল নদী আর খাল।


ভাদ্র-আশ্বিন শরৎকাল,

মেঘের ভেলা উড়ে করে খেল।

কার্তিক-অঘ্রাণ হেমন্তকাল,

নতুন ধানে টলে আকাল।


পৌষ-মাঘ শীতকাল,

নানা সব্জিতে ভরে টাল।

ফাল্গুণ-চৈত্র বসন্তকাল,

কচি পাতায় ভরে ডাল।


ছয় ঋতুর মোদের দেশ,

বৈচিত্র্য তার পরিবেশ।

জন্ম নিয়ে এই দেশে,

ধণ্য আমি গর্বে হেসে।

Post a Comment

0 Comments

শিয়া সুন্নিদের হাদিস কতগুলো

A touching story of an oppressed woman
Chat with us on WhatsApp