▶️ কবিতার নাম। কলম সৈনিক।🌹



🌹 কলম সৈনিক 🌹

কবি আব্দুল কাদির আকন্দ

মোবাইলঃ ০১৭৮০৮৮৯৮৫৫ 

তাং-১০/০৬/২০২৪ইং 

রাত ১০টা ৩০ মিনিট।

 বিদ্রোহী মোদের কবি কাজী নজরুল ইসলাম। 

আমি তাঁকে কলম সৈনিক মরনত্তর দিলাম। 

তাঁর বিদ্রোহে মুক্তি পাই ভারতবাসী মোরা,

 বৃটিশদের খপ্পরে ছিল যবে ভারতটি পুরা।

 তখন থেকেই বিদ্রাহী কবি হিটলার ভূমিকায়, 

জেল-জুলমের ভয় না করে নেতাদের পথবায়। 

 এ কে ফজলুল হক বাংলার বাঘ, ভাষানীর ভাষান।

 জহরলাল নেহেরু খুদীরাম ছাত্র নেতা মুজিব রহমান। 

সে সময় প্রথম বিশ্বযুদ্ধ চলমান পরিবেশ,

 ঠিক সে সময়ী বিদ্রোহীর ভূমিকায় কবি গেয়েছেন বেশ।

 বাজিছে দামামা

 বাঁধবে আমামা,

 শীর উঁচু করি মুসলমান।

 দাওয়াত এসেছে নয়া জামানার

 ভংগা কেল্লায় ওড়ে নিশান। 

ভাংরে ভাংরে আগল, 

চলরে চলরে চল্!! 

ঊর্ধ্ব গগণে বাজে মাদল

নিম্নে উতলা ধ্বনী তল! 

চলরে চলরে চল্ !!! 

চল্ চল্ চল্ !!!

 নবনবীনের গাহিয়া গান,

 স্বজীব করিব মহা স্মশান 

আমরা দানিব নুতন প্রাণ! 

বাহুতে নবীণ বল। 

চলরে চলরে চল!!! 

চলরে চলরে চল!!! 

কারা বন্দি থেকেও কবি কলম চালিয়ে যান,

তিনি মোদের পথ প্রদর্শক তিনি ধর্মপ্রাণ। 

আজ মোদের ঈদানন্দ জুটত না ষোল-কলায়,

আজ ঈদ মোবারক ঈদ মোবারক, গীতীর ভান্ডার চালায়

 মরু ভাস্কর নূর নবীর গীত-গীতালীর পাইনা শেষে, 

নাটক নবেল কত উপহার জাতিতে রহে মিশে।

ধর্মের পথে শহীদ যাহারা, 

আমরা সেই জাতি 

সাম্য মৈত্রী এনেছি মোরা, 

বিশ্বে করেছি জ্ঞাতি, 

আমরা সেই সে জাতি। 

কংকাল দেহেও গরম রক্তের ঢেউ খেলে ছল্ ছল্ !!

চল্ ময়দানে চল্ 

চল্ চল্ চল্ !!!

তাঁর জীবনী লেখার পাতা আমার কাছে নাই, 

সাতাত্তর বছর তিন মাস একদিন জীবন নাই। 

বর্ধমান জেলার আসানসলে জন্ম চুরুলিয়া গ্রামে। 

বাংলা ভাষার আরেক সূর্য আসিল যেন নেমে। 

সাহিত্য জগতে অমর রাখিল অমর কবিতা খানি, 

কাব্য সাহিত্যে ঢলের বন্যা দেখালেন তিনি। 

আধ্যাত্মিক ছাত্র তাঁর অধম যে একজন আমি। 

আশিষ করি প্রান খুলে সুখি হও গো তুমি, 

নিয়মের ধরায় জন্ম মৃত্যু করতে হয় বরণ। 

হে জগৎ পতি সার্থক কর তাঁর পরজীবন।

আধাঁর রাতির বোরকা উতারী এনেছি আশার ভাতী, 

আমরা সেই সে জাতি।

নারীরে প্রথম দিয়েছি মুক্তি

 নরসম অধীকার। 

মানুষের গড়া প্রাচীর ভাঙ্গিয়া 

করেছি একাকার। 

কবির গাওয়া ঐ সুন্দর ফুল সুন্দর ফল

 মিঠা নদীর পানি

 এসব গানে কেড়েছে আমার 

সরল প্রাণখানি। 

খোদা তোমার মেহেরবাণী।


মসজিদে ঐ শোনে আযান

 চল্ নামাজে চল্। 

চল্ চল্ চল্ 

এরুপ শিকল পড়া ছল্ 

হামদ-নাদ-গজল দিয়ে 

হাজারো কাব্য গীতী, 

ঊনত্রিশে আগষ্ট

উনিশ'শ ছিয়াত্তরে হলো আয়ুস্কালের ইতি।

Post a Comment

0 Comments

শিয়া সুন্নিদের হাদিস কতগুলো

A touching story of an oppressed woman
Chat with us on WhatsApp