▶️ কবিতার নাম। মোবাইল ফোনের আত্নকথা।🌹


🌹মোবাইল ফোনের আত্ন কথা 🌹
কবি আঃ কাদির আকন্দ

মোবাইল আমি ছোট্ট বস্তু 
সবাই মোরে চেনে,
এ যুগের প্রয়োজন 
তাই সবাই কেনে। 

সবাই ভালবাসে মোরে
 অতি সহাগ করে, 
আমায় ছাড়া সংসার করা 
মুসকিল বাড়ী ঘরে। 
এ যুগের আরেক সুর্য, 
আমি মোবাইল ফোন, 
অন্ধকার দিলাম কেটে 
উজ্জল হল ভুবন। 
গোটাল জগৎ হাতের মুঠয় 
আমি নিয়ে এলাম 
স্বজন বন্ধুর সাক্ষাত নাই,
 বিলাই কত সালাম। 
পোষ্টাফিসের চিঠির বোঝা 
আর তো এখন নাই।

ব্যাংক সরকারের কাগজ ছাড়া
 ভিপির কিছু পাই। 
ব্যাবসা বানিজ্য আর 
দোকান্দারী যত, 
শত দরকারী অনেক ঠেকা 
আমি সারি কত। 
বন্ধুর সঙ্গে গল্প সারাই 
অতি দরকারী, 
ভালবাসার আলাপ কত
ধীরে ধীরে সারি।

অবৈধ কথার জন্য 
আমি দায়ী নই, 
প্রয়োজনের তাগীতে
 আজ হাতে রই।

মেমোরী বাজাইয়া আবার
 বক্তৃতা গান শুনাই, 
অনুষ্ঠানের ছবি তুলি
 হরেক রঙ্গের ভাই।

কত্ত খেলার আনন্দ
আমি সবায় দেখাই, 
চিন্তা ভাবনা ভুলে দিয়ে 
উল্লাস যোগাই।

ফেসবুকের খবর আর 
কত ছবি দেখাই, 
ব্লুটুথে লেনদেনে 
বদল সারী তাই।

চট করে কারবারের
হিসাব দেই মিলে
ভুল তথ্য কোন সময়
 আমি না দেই চালে।
 বাজাইয়া এলার্মবেল
 সময় মত ঘুম ভাঙ্গাই। 
দেশ বিদেশে স্বজন থাকলে 
খবর কত্ত তার শুনাই। 
এক পরিবার ন্যায় করি
বিশাল জগৎ টি!
আমায় ছাড়া সংসার 
কারো ভাল চলে কি?
আমায় ছাড়া কারো বুঝি
 চলার নাই উপায় আর।

অন্ধকারে আলো দিয়ে 
পথটি দেখাই পরিষ্কার 
পরিষ্কার পরিষ্কার।

তাং ২৭/১১/২০১০ ইং 
মোঃ ০১৭৮০৮৮৯৮৫৫

Post a Comment

0 Comments

শিয়া সুন্নিদের হাদিস কতগুলো

সমাজে সততা ও ইমানের গুরুত্ব  লিখকঃ মাহাতাব আকন্দ
Chat with us on WhatsApp