Header Ads Widget

▶️ কবিতার নাম। সেকাল থেকে একাল।

 

'সেকাল থেকে একাল'

আঃ কাদির আকন্দ (২১/০১/২০১৮ইং)


মানুষ ছিল অন্ধকারে হাজার বছর আগে,

সেই যুগের মানুষ গুলির কথা মনে পড়ছে।

প্রযুক্তির আলো হইতে তারা দূরের যাত্রী,

জ্ঞান-বিজ্ঞানের আঁতুড় ঘরে চলিত হাতড়ি।


কল-কারখানা ট্রেন বাস কিছুই ছিলো না,

সময় মেপে চলার মত বুদ্ধি পেত না।

চরকায় সূতাকেটে কাপড় তারা পরিত।

লোম সহ চামড়ার পোশাক শ্রেষ্ঠ ভাবিত।

চলতো তারা উট ঘোড়া বলদ গাধার পিঠে,

দূর পথে কতক আবার চলিত পালকিতে।

সেই তুলনায় আমরা এখন কত দেখি সুখী,

অপরচিত্রে এখন আবার কত মোরা দুঃখী।


প্লেন পেলাম ট্রেন পেলাম পেলাম কম্পিউটার,

মোবাইল ফোনে খবর আবার সঙ্গেই প্রচার।

সুইচ এ টিপ দিলেই আলোতে উজ্জ্বল,

একই ভাবে চলে আবার যতো রয় কল।


গগণে গগণে মানুষ চলছে রকেটে,

গ্রহ থেকে গ্রহান্তরে পলকেই ছোটে।

রোবটে কাজ পায় লেবারের মতো,

রিমুট শুধু হাতে রয় এ যুগে শত।


শীত তাপ নিয়ন্ত্রণ ভবন সারি সারি,

এই রূপ কত কব রয় ভূরি ভূরি।

বিশ্বের শান্তি তবুও গেছে মোদের ফেলে হায়,

সুন্দর ধরণীতে জনগোষ্ঠীর কি হবে উপায়?


ঈশানলে জ্বলে জ্বলে পুড়ছে দেশ আর মানুষ,

এর সমাধান কাছেই রয় জাগলে মানব হুঁস।




Post a Comment

0 Comments

শিয়া সুন্নিদের হাদিস কতগুলো

A touching story of an oppressed woman
Chat with us on WhatsApp