Header Ads Widget

▶️ কবিতার নাম। "দর্পণ দর্শন"

"দর্পণ দর্শন"

 আঃ কাদির আকন্দ

তাং- ২৫/১১/২০১৭ইং


ঐ দেখা যায় কুরআন হাদীস তথায় মোরা যাই,

 বিশ্বসেরা নীতির ভান্ডার আর অন্য কিছুই নাই।

বিশ্ব এখন খুঁজিতেছে শান্তির উৎস কোথায়,

এর সমাধান কুরআন সুন্নাহ্ অন্য কিছু নয়।

বিজ্ঞান যুক্তি সবই রয় দেখ কুরআন খুলে?

মানবতার মুক্তির দর্শন সবই এর মূলে। 

রাজনীতিতে ভরে রয় মহা ভান্ডার খানি,

 নীতির রাজা ইসলামমিতি বোঝেন সকল জ্ঞানী।

স্বয়ং স্রষ্টা দিয়েছেন প্রশাসন দর্পণ, 

রাষ্ট্র সমাজ মুক্তির দর্শণ করি তাই অর্জণ।

 ধর্ম ছাড়া বিজ্ঞান অচল আইনেষ্টাইন কন,

 বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ কথাটি অটল।

 মরিস বুকাইলি মানলেন কুরআন যুক্তিতে হারিয়ে, 

মাইকেল হার্ট সুখি হলেন এক শ'র একে গিয়ে। 

গৌতম বুদ্ধ বলেই গেছেন আমিই শেষ নই, 

মুহাম্মদ আসিতেছেন বিশ্বনবী সেই।

এই রুপে শতশত প্রমান গুলি পাই, 

ইসলামের ছায়া তলে হবে সবার ঠাঁই।


🌹🌹🌹🌹🌹🌹🌹

🌹🌹🌹🌹🌹🌹

🌹🌹🌹🌹🌹

https://shantirpothbdt.blogspot.com/2024/09/blog-post_3.html

Post a Comment

0 Comments

শিয়া সুন্নিদের হাদিস কতগুলো

A touching story of an oppressed woman
Chat with us on WhatsApp