Header Ads Widget

▶️ কবিতা। ছড়া ছন্দ। শিশুদের জন্য 🌹



🌹 ছড়া-ছন্দ (শিশুদের জন্য) 🌹

আঃ কাদির আকন্দ

 (১১/০১/২০১৮ইং)


আসুন বসুন কাছে,

দেখুন হাতের লেখা- 

হাতের লেখা হলে সুন্দর,

খুশি হয় অন্তর।

একটু খুশির দাম,

জানো কি এর নাম-

মন মাপেন যিনি,

বলতে পারেন তিনি-

কত্ত তার দাম।


🌹 ব্যায়াম (শিশুদের জন্য) 🌹

আঃ কাদির আকন্দ

 (১১/০১/২০১৮ইং)


আঁকা বাঁকা লাফিয়ে,

শিশু কেনো চলে-

ছাগল ছানা লাফিয়ে,

ডিগবাজী খেলে।

গরুর বৎস দেখ চেয়ে,

মায়ের কাছে কাছে-

ভোঁ- দৌড়ে যেয়ে কেনো,

ভৌ-দৌড়ে আসে।


বিড়াল ছানা কুকুর ছানা,

হুড়া-হুড়িতে সাজে-

একইভাবে যতো রয়,

সবই এই কাজে।

প্রকৃতির নিয়ম-

এটি বন্ধ হবেনা,

ব্যায়াম ব্যবস্থা এটি- অন্য কিছু না।


Post a Comment

0 Comments

শিয়া সুন্নিদের হাদিস কতগুলো

A touching story of an oppressed woman
Chat with us on WhatsApp