▶️ কবিতার নাম। ফলফলারী।🌹

 


🌹ফল-ফলারী🌹

আঃ কাদির আকন্দ

 (২৯/০১/২০১৮ইং)

আম জাম কাঁঠাল,

 লিচু বড়াই তাল,

ডৈয়া ডেপল বেল, 

আতা আমড়া নারকেল।

কামরাঙা জলপাই, 

আপেল কলা হরবরই,

ছফেদা আর শরীফা, 

পেঁপে ডালিম কমলা।


গোলাপজাম জামরুল, 

আপেলকুল আর বাউকুল,

খুদিজাম আমলকী, 

আঙ্গুর আর হরতকী। 

পেয়ারা কদবেল নাসপাতী, 

আনারস গাব আর বেতী।


লেবুর শুধু লয় রস,

ভাতবরইয়ের নাই যশ।

পানিয়ালও ফল বটে,

ও সব এখন নাহি জোটে।


তরমুজ শশা আর খিরা, 

কাঠলিচু জামবুরা। 

বাঙ্গি কিন্তু কম নয়, 

ভিতরটি তার বালুময়।

ফলের নাম কত ধরি, 

রয় আরও ভুরি ভুরি।


অসংখ্য রবের দান, 

খেলে জুড়ায় মন-প্রাণ।


Post a Comment

0 Comments

শিয়া সুন্নিদের হাদিস কতগুলো

সমাজে সততা ও ইমানের গুরুত্ব  লিখকঃ মাহাতাব আকন্দ
Chat with us on WhatsApp