Header Ads Widget

▶️ বাংলাদেশের জাতিয় সঙ্গীত এমন হলে ভালো হয়।

 



🌹বাংলাদেশের জাতীয় সঙ্গীত 🌹

      👉 আঃ কাদির আকন্দ

            👉 তাং- ১৫/০৯/২০২৪ ইং।

বাংলাদেশ বাংলাদেশ- প্রানের বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ- প্রানের বাংলাদেশ

দূলক-ভূলক সৃষ্টি যাহার,
প্রসংসা কেবল একক তাহার,
মালিক তিনি পূনঃ গড়ীবেন যিনি
দয়া ও দরদ তাহারই অসীম।
বিচার করিবেন তিনি সেই শেষ দিন,
তাহারই ক্ষমতার সকল আদেশ।।
বাংলাদেশ বাংলাদেশ- প্রানের বাংলাদেশ

বেতারের খুটি আমাদের এ নিশান,
বিশ্ব জাহানের সাথে এর অবস্থান,
সেলুট জানাই মোরা সবে আবেগে,
গাহিয়া চলি তাই বিবেকের আদেশ।
বাংলাদেশ বাংলাদেশ- প্রানের বাংলাদেশ

আমাদের পতাকাটির চমৎকার হাল,
সোনালী কালিমায় আঁকা পিতসবুজ লাল,
শহিদী রক্তে রাঙ্গা সবুজের দেশ।।
বাংলাদেশ বাংলাদেশ- প্রানের বাংলাদেশ

শত নদির কলতান হাজার পাখির গাওয়া গান,
রয়েল বেঙ্গল টাইগারের দেশ।
বণ্য হাতী আর নিরহ হরিণের দেশ।।
বাংলাদেশ বাংলাদেশ- প্রানের বাংলাদেশ

বিলে-ঝিলে শাপলার হাসি,
লাল শালুকের মিতালি
বাগ-বাগানের শত কুষুমের
ঘ্রানে মাতানোর দেশ।
বাংলাদেশ বাংলাদেশ- প্রানের বাংলাদেশ

শাহজালালের বাংলাদেশ
শাহ মাখদুমের বাংলাদেশ
বখতিয়ার খিলজির বাংলাদেশ
মাহিসওয়ারের বাংলাদেশ
বয়েজিদ বোস্তামীর বাংলাদেশ-
খানজাহান আলীর বাংলাদেশ
তাদের উত্তরশুরী মোদের বাংলাদেশ।
সংখ্যাগুরু সংখ্যা লঘু নাই ভেদাভেদ
মোরা ভাই ভাই পরিবেশ।
বাংলাদেশ বাংলাদেশ- প্রানের বাংলাদেশ

সৈরাচারের হাত হতে
উদ্ধার করেছি মোরা ছাত্র দল
যুগে যুগে গ্রহণলাগা
তাদের সকল বিষ দাতগুলি
ভেঙ্গেছি মোরা তয়রান আবাবিল,
মোরা তয়রান আবাবিল।
আসুকনা কেনো শত আবরাহা
করিনা ভয় তাহা
জান দিয়েছি মান দিয়েছি
রাঙ্গিয়াছি রাজপথ আহা।
তবুও এনেছি ছিনিয়ে মোরা
পিত্রী-মাত্রীর এ দেশ।।
বাংলাদেশ বাংলাদেশ- প্রানের বাংলাদেশ

খোকা-খুৃকু তাই লড়তেছি,
সুন্দর দেশ গড়তেছি,
গড়তেছি এ দেশ।
বাংলাদেশ বাংলাদেশ- প্রানের বাংলাদেশ

বাংলাদেশ বাংলাদেশ- প্রানের বাংলাদেশ

বাংলাদেশ বাংলাদেশ- প্রানের বাংলাদেশ


লেখকের অন্যান্য কবিতা সমুহ





Post a Comment

0 Comments

শিয়া সুন্নিদের হাদিস কতগুলো

A touching story of an oppressed woman
Chat with us on WhatsApp