Header Ads Widget

▶️ কবিতার নাম 🌹 ছলনা 🌹

 

🌹🌹🌹 ছলনা 🌹🌹🌹

 তাং-২৭/১২/২০১৭ইং-

 আঃ কাদির আকন্দ


 আসল আসল যত আসল 

 আসল মোদের কি?


আসল হলো মুসলিমের মানা 

আল্লাহর বিধানটি।

আল্লাহর বিধান চিনতে মোদের

 মস্ত হলো ভুল। 

হাতেনাতে দিয়েছিলেন তা,

মুহাম্মদ রাসুল।  


মদিনার মসনদে তিনি 

পূরা দশটি সাল 

যেভাবে যা করলেন

সেটাইতো আসল। 

তাহা তুচ্ছ ভেবে মোরা 


শুধু যায়নামাজের হক

তছবীহ হাতে জপে মালা,

খেলাম নাতো ঠক?

যে রিতির মধ্যেই রয়

আসল মানব সেবা!

 

তাকে ছেড়ে মসজিদে, 

কিছুই নাইরে বাবা। 

 শয়তান চায় মুসলিম হোক

 হোঁচটের খুঁটি, 

সেই বোধয়, জিতে গেল

 নাই দেখি ত্রুটি। 

 

খেলাফতির জন্যই তো, 

মানুষ করলেন পয়দা।  

কি করে ভুলে গেলাম, 

ইননি যায়েলুন, 

ফিল আরদে খলিফা?











Post a Comment

0 Comments

শিয়া সুন্নিদের হাদিস কতগুলো

A touching story of an oppressed woman
Chat with us on WhatsApp