▶️ কবিতার নাম 🌹 দ্বীন। 🌹



আ: আব্দুল কাদির আকন্দ
তাং ১২-১০-২০০৮

নীতির রাজা রাজনীতি

তাও বুঝি আর বুঝিলে না,

যে কারনে মানুষ সৃষ্টি

তা তো বুঝে আসলই না।

মহান নবী শিক্ষা দিলেন

শান্তি প্রতিষ্ঠায়,

ভিড়ালেন মানুষ রাজনিতীতে

সৈখ্যের বিনিময়।

সুনীতি ছাড়া হঠান

যায় না কু-নীতি,

উক্ত সময় আরবীয়দের

বিশ্ব ছাড়ে জাহেলিয়াতি।

লোক ময়দানে কি ভাবে

শান্তি আসতে পারে।

আল্লাহর কাছে যানতে চালেন হেরার শিখরে।

সেই খানে রাজনীতি

শিক্ষা দিলেন রব,

এ-নীতির জন্যই কেবল

নামাজ রোজা সব।

এটাকেই দ্বীন বলে

দেখো কোরআন খুলে,

এ দ্বীনের পাঁচটি খুঁটি

যেওনা ভুলে।

কালিমা নামাজ হজ্জ যাকাত এক মাস রোজা,

ঠিক রাখতে মানবরাজ্যে দ্বীন রাখতে সোজা।

পৃথীবিতে যত নবী

আনলেন সবাই রাজনীতি,

শক্তিবাদ সুফিবাদ সাম্যবাদ

সবই ইসলাম মীতি।

একারনেই ইসলাম পূনাঙ্গ ধর্ম,

ভালো করে ইসলাম মানো

দেখবে তখন এর মর্ম।






Post a Comment

0 Comments

শিয়া সুন্নিদের হাদিস কতগুলো

সমাজে সততা ও ইমানের গুরুত্ব  লিখকঃ মাহাতাব আকন্দ
Chat with us on WhatsApp