▶️ কবিতার নাম। জামায়াতে তাবলীগ

    


কাব্যে ভরতরী

 "জামা'য়াতে তাবলীগী"

আঃ- কাদির আকন্দ

তাং- ১৮/১০/২০১০ ইং

আলকুর আনের ভাষায় মহান আল্লাহর বাণী,

মানব জাতীই শ্রেষ্ট সবার যত আছে প্রাণী।

তার মধ্যে মুসলিম উম্মাহ সকলের উপরে,

যদি তারা সঠিক পথে রয় ভবপরে।


তাদের কাজ আল্লাহর পথে মানুষকে ডাকা,

সৎ কাজের আদেশ দেওয়া মন্দে না থাকা।

আদেশ অর্থ হুকুম দেওয়া, তা হাকিমের কাজ,

শক্তি অধিক রাখাই হইতেছে তার সাজ।

যার কথা যার আদেশ ঠেলার কেউ নাই,

সেই করতে পারে ভবে হকের বাদশাই।

চরিত্র তার উন্নত তর দেখেন যেন রব,

তার দাওয়াত তার হুকুম মান্তেই বাধ্য সব।

দক্ষতা ক্ষমতা শক্তি মোটেই যার নাই,

দূর্বল সে তার কথা কে শুনিবে ভাই।


দুর্বলের হক কথা কেবা শুনে আজ,

সামান্যই রক্ষা করে লাগে জবে লাজ।

লজ্জা করে, দয়া করে, ফেলতে নারে তাই,

ইলিয়াস হুজুরের মিষ্টি কথায় লোক জমছে ভাই।

সহজ সরল ভাষায় তারা আল্লাহর দিকে ডাকেন,

অগত্যা তবু-ও লোক আমলে যদি আসেন।

মসজিদের মর্যাদাটি তাও রক্ষা পাইবে,

দেশ বিদেশে নামাজ রোজা অন্তত পৌছাইবে।


 এই ভাবে ঘরে ঘরে দেশের বাইরেও যেয়ে,

দ্বীনের শুধুই পাচঁটি খুটি আসছে পুঁতিয়ে।

উদ্যোগটি ভালই বটে ইসলামের জন্য,

ছয় নম্বরের উর্ধেও খুঁজে যদি হত ধন্য।

ইসলাম বুঝুক নাইবা বুঝুক শুধু এতেই খুশি,

মিষ্টি খেতে না পারলেও গায়ে মেখেই তুষ্টি। 

শ্রেষ্ট জাতির শ্রেষ্ট উন্মাত তখন হতে পারবে,

পুরোপুরী কুরআন সুন্নাহ্ যে দিন মুসলিম ধরবে।

Post a Comment

0 Comments

শিয়া সুন্নিদের হাদিস কতগুলো

সমাজে সততা ও ইমানের গুরুত্ব  লিখকঃ মাহাতাব আকন্দ
Chat with us on WhatsApp