Header Ads Widget

▶️ কবিতার নাম। শেখ হাসিনার পদত্যাগ।

 

সেখহাসিনার পদ ত্যাগ

আর কাদির আকন্দ 

তাং- ৫ ই আগষ্ঠ ২০২৪ ইং


সোনারবাংলার বিষ ফোঁড়া, 

সেখ হাসিনার দেশ ছাড়া।

মোদের দেশের লক্ষ তরুণ,

 জেগে ওঠে দেয় তাড়ন। 

ফোঁড়ার বিষে বাংলার মানুষ,

আমলীগ আগুণে পুড়ে তুশ।

মুখ ফুটে নয় কহিতে মানা,

ধুকে ধুকে মরছে জনা।

 বিষ ফোঁড়ার কষ্টে কষ্টে, 

ষোল বছর গেল নষ্টে।

আগষ্টের পাঁচ তারিখে

 দেশ থেকে পালায় ভেগে

মোদের দেশের তরুণেরা,

 আন্দলনে করে দেশছাড়া।

লক্ষ তরুণ ছাত্র দল, 

রক্ত দিতে নহে ছল।

কত মায়ের বুক খালি,

স্বপ্নের ছিল ভরা ডালি। 

স্বপ্ন তাঁদের বৃথা নয়, 

স্বপ্নের দায় দয়াময়।

 কোটি কোটি বাঙ্গালির প্রাণ, 

বাঁচলো যেনো হুতাষ মন।

সস্থির নিশ্বাস ফেললো

আনন্দের হিল্লোল। 

 মোবাইল ফোনে বলছে, 

তার ছবি ছিঁড়তেছে,

মিষ্টি বিলি করতেছে।

ভটকা তোপ বাজছে

সহীদদের পিতামাতায়

ক্ষমা করুণ দয়াময়।


Post a Comment

0 Comments

শিয়া সুন্নিদের হাদিস কতগুলো

A touching story of an oppressed woman
Chat with us on WhatsApp