Header Ads Widget

▶️ কবিতার নাম। কবির সুখ সপ্ন🌹


🌹 কবির সুখ স্বপ্ন 🌹

আঃ কাদির আকন্দ

তাং-০৯-০৭-২০১৯

আবু জাহেল আর হিন্দাবুড়ী 

আজও তাদের উত্তরশুড়ী।

ওৎবা শায়েবা আবু লাহাব।

জগৎ জুড়ে তাদের প্রভাব।

জায় দেখা তা সমাজ ভরি।

কত রয় ভূরি ভূরি।

হকের ডাকে পাইবে জবাব

কোথাও নাই তাদের অভাব।

দুর পাল্লার ক্ষেপণাস্ত্র,

মিসাইল ড্রোনার তাদের বস্ত্র।

সাগর নগর গগণ যত,

করতে চাচ্ছে করায়ত্ব।

চাঁদ জয়েও খুশি নাই,

মঙ্গলেও ছুটছে তাই।

স্যাটেলাইট দুর্বীণহাবল,

ইন্টানেট টাওয়ার যত সকল।

দখল দারী খবর দারী অধীণে তাদের,

জগৎ টাকে স্বর্গ করাই ইচ্ছা যাদের।

পরজগৎ তারা হাস্যকর জানে,

হকের কথা দেয় ব্যাথা তাদের মনে।

জোর জুলুমে জিতেই হবে,

আইন বিধান গোল্লায় রবে।

এজিদের শিষ্য ওরা,

আগ্রাসীর কর্মপুরা।

পাল্লা পুরলেই শেষ হবে,

ধর্ম একদিন জিতবে যবে।

উত্থান পতন রয় জগতে,

ইতিহাস রয় ভর পাতাতে।

মূর্খের জগৎ শেষের দিকে,

ইনসাফ আসবে দিকে দিকে।

ভন্ড বেদাত তন্ত্রমন্ত্র,

মূর্খতার ভাংছে যন্ত্র।

শিক্ষার আলো জগৎ জুড়ে,

আসছে বিশ্ব শান্তিপুরে।



Post a Comment

0 Comments

শিয়া সুন্নিদের হাদিস কতগুলো

A touching story of an oppressed woman
Chat with us on WhatsApp