Header Ads Widget

▶️ ইসলামি গজল। যে কিছু জানেনা সেতো মানতে পারেনা।

 

যে কিছু জানেনা
মুহাম্মাদ মাহাতাব আকন্দ  

যে কিছু জানেনা সেতো মানতে পারে না-২

কেমন করে এলেম ছাড়া নাজাত দিবে রব্বানা-ঐ


কোরআন হাদিস হাতে ধর আল্লাহর নামে শুরু"কর-২

দ্বীনের জ্ঞান হাসিল করে জীবন কর উজ্বালা-ঐ


দ্বীনি এলেম তালাশ করা করেছে ফরজ আল্লাহ তা’লা-২

কেনরে তুই রইলি পরে একটু ভেবে দেখলি না-ঐ


বাচতে চাইলে এই দুনিয়ায় শিক্ষা ছাড়া গতি নাই -২

শিখতে হইলে আমাদের এই কেন্দ্রে চলে আসনা-ঐ


শিক্ষার কোন বয়স নাই চলো সবাই শিখতে যাই-২

মরন আসলে তখন কিন্তু উপায় কিছু থাকবে না-ঐ


উযু নামাজ শিখিতে চলে আস এখানে -২

ইহার চেয়ে সহজ রাস্তা আরতো কভু পাইবি না-ঐ


যে সুরে গাইতে হবে






Post a Comment

0 Comments

শিয়া সুন্নিদের হাদিস কতগুলো

A touching story of an oppressed woman
Chat with us on WhatsApp