Header Ads Widget

কুরআনের বিভিন্ন আয়াত সমুহ

 - ১১২ নম্বর সুরা- আল ইখলাসে আল্লাহ বলেন-


قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ - اللَّهُ الصَّمَدُ - لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ - وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

অর্থ : (হে রাসুল! আপনি) বলুন, তিনি আল্লাহ, এক- অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেননি, এবং তিনি কারো জন্ম নন। তার সমান আর কেউ নাই।

- ২ নম্বর সুরা আল বাকারার ২৫৫ আয়াতে, আল্লাহ বলেনঃ-

 اَللهُ لآ إِلهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّوْمُ، لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَّلاَ نَوْمٌ، لَهُ مَا فِى السَّمَاوَاتِ وَمَا فِى الْأَرْضِ، 

অর্থ: আল্লাহ তায়ালা, যিনি ব্যতীত আর কোনো মা'বুদ নাই। যিনি চিরঞ্জীব ও চিরপ্রতিষ্ঠিত। তন্দ্রা ও নিদ্রা তাঁকে ছুইতে পারে না। আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছুরই  মালিক তিনি।

২ নম্বর সুরা আল বাকারার ২৭৪  আয়াতে আল্লাহ বলেন,

ٱلَّذِينَ يُنفِقُونَ أَمْوَٰلَهُم - بِٱلَّيْلِ وَٱلنَّهَارِ - سِرًّا وَعَلَانِيَةً - فَلَهُمْ أَجْرُهُمْ - عِندَ رَبِّهِمْ - وَلَا خَوْفٌ عَلَيْهِمْ - وَلَا هُمْ يَحْزَنُونَ

যারা দান করে, নিজেদর মাল, রাতে ও দিনে, গোপনে ও প্রকাশে। তাদের সওয়াব গচ্ছিত আছে, রবের কাছে। আর তাদের কোন ভয় নেই,  এবং চিন্তাও নেই।

- ৩৩ নম্বর সুরা আল আহযাবের ৩ নম্বর আয়াতে, আল্লাহ বলেনঃ-

وَتَوَكَّلْ عَلَى ٱللَّهِۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلًا

নির্ভর কর তুমি আল্লাহর উপর, সব কাজ সম্পাদনে আল্লাহই যথেষ্ট।

- ৩৩ নম্বর সুরা আল আহযাবের ৩৩ আয়াতে, আল্লাহ বলেনঃ-

وَ قَرۡنَ فِیۡ بُیُوۡتِکُنَّ وَ لَا تَبَرَّجۡنَ تَبَرُّجَ الۡجَاهِلِیَّۃِ الۡاُوۡلٰی

নারীগণ তোমরা নিজেদের ঘরেই থাক, জাহেলী যুগের নারীদের মত, নিজেদের দেখায়ে চলোনা।

- ৩৯ নম্বর সুরা আয যুমারের ২৩ নম্বর আয়াতে, আল্লাহ বলেনঃ-

ٱللَّهُ نَزَّلَ أَحْسَنَ ٱلْحَدِيثِ كِتَٰبًا مُّتَشَٰبِهًا مَّثَانِىَ تَقْشَعِرُّ مِنْهُ جُلُودُ ٱلَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ ثُمَّ تَلِينُ جُلُودُهُمْ وَقُلُوبُهُمْ إِلَىٰ ذِكْرِ ٱللَّهِۚ ذَٰلِكَ هُدَى ٱللَّهِ يَهْدِى بِهِۦ مَن يَشَآءُۚ وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنْ هَادٍ

অর্থঃ- আল্লাহ নাযিল করেছেন এমন এক উত্তম হাদিসের কিতাব,(আল কুরআন) যা সামঞ্জস্যপূর্ণ - এবং যার বিষয়াবলী, বারবার পড়া হয়। যারা তাদের রবকে ভয় করে, তাদের গা এতে শিহরিত হয়, তখন তাদের দেহ এবং মন, আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায়। এটা আল্লাহর হিদায়াত, তিনি যাকে চান তাকে এর দ্বারা হিদায়াত করেন। আর আল্লাহ যাকে পথহারা করেন, তার কোন হিদায়াতকারী নাই।

- ৩৯ নম্বর সুরা আয যুমারের ৫২ নম্বর আয়াতে, আল্লাহ বলেনঃ-

أَوَلَمْ يَعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ وَيَقْدِرُۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ

তারা কি জানেনা? আল্লাহ যার চান রিযিক বারান, যাকে ইচ্ছা তার কমিয়ে দেন। নিদর্শন রয়েছে এতে মুমিনদের জন্য।

- ৩৯ নম্বর সুরা আয যুমারের ৫৪ নম্বর আয়াতে, আল্লাহ বলেনঃ-

وَأَنِيبُوٓا۟ إِلَىٰ رَبِّكُمْ وَأَسْلِمُوا۟ لَهُۥ مِن قَبْلِ أَن يَأْتِيَكُمُ ٱلْعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ

তোমরা অভিমুখী হও, তোমাদের রবের দিকে, শাস্তি আসার আগে। তার নিকটে নিজেকে অর্পণ কর।
শাস্তি এসে গেলে, সাহায্য আর পাবেনা।

- ৩৯ নম্বর সুরা আয যুমারের ৬২ নম্বর আয়াতে, আল্লাহ বলেনঃ-

ٱللَّهُ خَٰلِقُ كُلِّ شَىْءٍۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍ وَكِيلٌ

আল্লাহ সব কিছুর স্রষ্টা, এবং সব কিছুরই কর্ম বিধায়ক।

- ৩৯ নম্বর সুরা আল ফুরকানের ১ নম্বর আয়াতে, আল্লাহ বলেনঃ-

تَبٰرَکَ الَّذِیۡ نَزَّلَ الۡفُرۡقَانَ عَلٰی عَبۡدِہٖ لِیَکُوۡنَ لِلۡعٰلَمِیۡنَ نَذِیۡرَا ۙ

মহিমাময় সেই সত্তা, যিনি নিজ বান্দার প্রতি সত্য এবং মিথ্যার মাঝে ফয়সালাকারী কিতাব নাযিল করেছেন, যাতে তা বিশ্ববাসীর জন্য সতর্ককারী হয়।

- ৩৯ নম্বর সুরা আয যারিয়াতের ৫১  আয়াতে, আল্লাহ বলেনঃ-

وَلَا تَجۡعَلُوۡا مَعَ اللّٰہِ اِلٰـہًا اٰخَرَ ؕ  اِنِّیۡ لَکُمۡ مِّنۡہُ نَذِیۡرٌ مُّبِیۡنٌ ۚ

আল্লাহর সঙ্গে অন্য কাউকে মাবুদ বানিও না। নিশ্চয়ই আমি তাঁর পক্ষ হতে তোমাদের কাছে এক সুস্পষ্ট সতর্ককারী (হয়ে এসেছি)।

- ৪ নম্বর সুরা আন নিসার ১৭৪  আয়াতে, আল্লাহ বলেনঃ-

یٰۤاَیُّہَا النَّاسُ قَدۡ جَآءَکُمۡ بُرۡہَانٌ مِّنۡ رَّبِّکُمۡ وَاَنۡزَلۡنَاۤ اِلَیۡکُمۡ نُوۡرًا مُّبِیۡنًا

হে মানুষ! সকল, তোমাদের রবের নিকট থেকে,  সুস্পষ্ট দলিল এসে গেছে।  এবং আমি তোমাদের কাছে এমন এক আলো পাঠিয়ে দিয়েছি, (যা পথকে) সম্পূর্ণরূপে পরিষ্কার করে তোলে।

- ৩৯ নম্বর সুরা আল ইউসুফের ১ নম্বর আয়াতে, আল্লাহ বলেনঃ-

الٓرٰ ۟  تِلۡکَ اٰیٰتُ الۡکِتٰبِ الۡمُبِیۡنِ ۟

এই আয়াতগুলো সুস্পষ্ট আল কুরআনের।

- ৩৯ নম্বর সুরা আল হুমাযার ১ ও ২ নম্বর আয়াতে, আল্লাহ বলেনঃ-

وَیۡلٌ لِّکُلِّ ہُمَزَۃٍ لُّمَزَۃِۣ ۙ - الَّذِیۡ جَمَعَ مَالًا وَّعَدَّدَہٗ ۙ

ঐ সমস্ত ব্যাক্তি ধংশ হবে, যারা অন্যের নিন্দা করে, সামনে ও পিছনে, এবং যে ব্যাক্তি অর্থ জমা করে, ও বারবার হিসাব করে।


- ৩৯ নম্বর সুরা আল ইনশিরার ৬ নম্বর আয়াতে, আল্লাহ বলেনঃ-

          اِنَّ مَعَ الۡعُسۡرِ یُسۡرًا ؕ

নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্থিও থাকে।

- ৩৯ নম্বর সুরা আদ-দুহার ৯ ও ১০ নম্বর আয়াতে, আল্লাহ বলেনঃ-


فَاَمَّا الۡیَتِیۡمَ فَلَا تَقۡہَرۡ ؕ- وَاَمَّا السَّآئِلَ فَلَا تَنۡہَرۡ ؕ

এতিমের প্রতি তুমি কঠোর হইয়োনা। এবং যে সওয়াল করে, তাকে কখনো তাড়িয়ে দিও না।

Post a Comment

0 Comments

শিয়া সুন্নিদের হাদিস কতগুলো

A touching story of an oppressed woman
Chat with us on WhatsApp