Header Ads Widget

▶️ পীর সাহেবদের যিকিরের রহস্য।


যিকিরের রহস্য"

এক শ্রেণীর পীর বলেন, শরীরের মধ্যে ছয়টা লতিফা আছে। ডান স্তনের একটু নীচে আছে 'লতিফায়ে কলব'। বাম স্তনের একটু নীচে আছে 'লতিফায়ে রুহ্'। নাভির নীচে আছে 'লতিফায়ে নফস। দুই স্তনের মাঝখানে আছে 'লতিফায়ে সের'। 

কপালে আছে 'লতিফায়ে খফী'। আর তালুতে আছে 'লতিফায়ে আখফা'। তাঁরা বলেন, 'লা' শব্দটাকে লতিফায়ে নফস হতে অর্থাৎ নাভীর নীচে থেকে টেনে বের করে 'লতিফায়ে সের' অর্থাৎ দুই স্তনের মাঝে নিয়ে যেতে হবে। সেখানে থেকে 'লতিফায়ে খফী' অর্থাৎ কপালে ও তথা হতে 'লতিফায়ে আখফা' অর্থাৎ তালুতে নিয়ে যেতে হবে। 

'ইলাহ'কে ধরে নিয়ে যেয়ে লতিফায়ে 'রুহ' অর্থাৎ বাম স্তনের কাছে নিয়ে যেতে হবে। ওখানে যেয়ে 'ইলাহ'কে ছেড়ে দিয়ে 'ইল্লাল্লাহ'কে ধরে নিয়ে যেয়ে 'লতিফায়ে কল্প' অর্থাৎ ডান স্তনের কাছে ধাক্কা মারতে হবে। এভাবে 'লা ইলাহা ইল্লাল্লাহ'র যিকির করতে হবে।

যিকির আমাদেরকে করতেই হবে কিন্তু যে সব লতিফার কথা উল্লেখ করে পীর সাহেবরা যিকিরের ফর্মুলা বের করেছেন, তার প্রমাণ কুরআন ও হাদীসে আছে কি-না সেটাই হল আমাদের দেখার বিষয়। পবিত্র কুরআনে একশত চৌদ্দটা সূরা আছে, মোট ছয় হাজার ছয়শত ছেষট্টিটা আয়াত আছে।

 অতীব দুঃখের বিষয় এই যে, পীর সাহেবদের ছয় লতিফার কথা কোন আয়াতে পাওয়া যায় না। তারপর বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসায়ী, তিরমিযী, ইবনু মাজাহ প্রভৃতি হাদীসের কিতাবগুলো খুঁজে দেখেছি, প্রিয় নবীর কোন হাদীস থেকে ছয় লতিফার বিবরণ মিলে না। 

তালে প্রশ্ন হল, ছয় লতিফার বিবরণ পীর সাহেবরা পেলেন কোত্থেকে? অবশ্য কোন কোন পীর বলেন, এসব গোপন তথ্য আল্লাহর নবী হযরত আলী (রাযি.)-কে দিয়ে গেছেন। হযরত তালী (রাযি.) আবার এসব তথ্য হাসান বসরীকে দিয়ে গেছেন। হাসান বসরীর কাছ থেকে নাকি পীর কিবলার। 

সব কলবে কলবে পেয়ে আসছেন। তাই যদি হয়, তাহলে হযরত আলী বাদে বাকী সাহাবীদের বাঁচার গথ কি? আল্লাহর নবীর স্ত্রীদের অবস্থাই বা কি হবে?

পীর কিবলারা এ সম্পর্কে কি বলেন? আল্লাহর নবী ছয় লতিফার মূলতত্ত্ব কাউকে না দিয়ে কেবলমাত্র হযরত আলী (রাযি.)-কে দিয়ে গেলেন- একথা বলায় আল্লাহর নবীকে কি পক্ষপাতিত্ব দোষে দোষী করা হচ্ছে না? যারা এরূপ আক্বিদা পোষণ করে, তারা কতটা সত্যের উপর প্রতিষ্ঠিত পাঠকগণ তার বিচার করবেন।

আর এক শ্রেণীর পীর আছে, মেয়েদেরকে মুরীদ বানাতে বেশী আগ্রহী। যখন কোন মেয়ে মুরীদ হতে যায়, তখন তাকে নির্জন নিরালা ঘরে বসিয়ে ডান স্তনে, বাম স্তনে, নাভীর নীচে, দুই স্তনের মাঝে, কপালে ও তালুর নীচের লতিফা চিনাতে শুরু করে দেয়। আল্লাহ জানেন কোথায় যেয়ে এর শেষ হয়। আমার মনে হয়, এ দৃশ্য দেখে মস্তবড় আজাজিলেরও কাঁপুনি শুরু হয়ে যায়।

দারাজ থেকে অফার প্রাইজে কিনতে ছবিটির উপর চাপ দিন

Click Here

যিকিরের এই সমালোচনা শুনে অনেকেই হয়ত ভাবছেন, তাহলে বোধ হয় যিকির করাই বাতিল হয়ে গেল। কিন্তু না, কখনই তা ভাববেন না। কুরআন ও হাদীসে যখন যিক্রের ফজিলতের কথা উল্লেখ রয়েছে, তখন যিক্র আমাদেরকে করতেই হবে। আল্লাহ বলেন, আমাকে স্মরণ কর, আমিও তোমাদেরকে স্মরণ করব।

আল্লাহর রসূল বলেছেন: যখন কোন দল আল্লাহর যিক্র বক্সে যান, তখন ফেরেস্তারা তাদেরকে ঘিরে ফেলে ও আল্লাহর রহমত তাদেরকে আচ্ছন্ন করে ফেলে। তাদের উপর আল্লাহর শান্তি নাযির হয় আর আল্লাহর নিকটবর্তী যারা আল্লাহ তাদের কাছে ওদের কথা উল্লেখ করেন। (মেশকাত)

আল্লাহর নবী আরও বলেছেন, যে ব্যক্তি তার প্রভুর যিক্র করে, আর যে ব্যক্তি যিক্র করে না, তাদের উপমা হচ্ছে, জীবিত ও মৃতের মত। (বুখারী)

কাজেই যিক্র আমাদেরকে করতেই হবে। তবে যিক্র কাকে বলে, সেটাই জানার দরকার। যিক্র শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা বা স্মরণে রাখা। আল্লাহর যিক্র করা মানে আল্লাহর সঙ্গে মনের যোগ সাধন করা। শব্দের সঙ্গে এর কোন সম্বন্ধই নেই। 

তবে মনের কোন ভাব বা মস্তিষ্কের কোন চিন্তা ভাষার বাহনকে অবলম্বন না করে প্রকাশ পেতে পারে না। তাই এক শ্রেণীর লোক শব্দের আশ্রয় না নিয়ে স্মরণীয় বিষয়ের প্রতি মনোযোগ দিতে পারেন। 

কিন্তু তথাকথিত এই মারফতী পীর বা ফকিরের দল, আল্লাহর বিভিন্ন নাম ও 'লা ইলাহা ইল্লাল্লাহ' কলেমাকে নিয়ে লতিফার উল্লেখ করে যেভাবে বিকট চীৎকার করে থাকে, আর উৎকট ও উদ্ভট কৃষ্ণ সাধনার প্রশ্রয় দিয়ে থাকে- তা কখনই যিক্র নয়। ইসলামের সাথে তার কোন সম্পর্ক নেই। 

এসব হচ্ছে এদেশের 'বামমার্গী' প্রভৃতি ভ্রান্ত সাধকদের অন্ধ-অনুকরণ আর অন্যদিকে হচ্ছে 'রিয়া' বা লোক দেখানো বুজুর্গী প্রকাশের প্রধান অবলম্বন। আল্লাহর সঙ্গে যখন যার মনোযোগ ঘটবে, তখন তার পক্ষে ঐরূপ উৎকট লম্প-ঝম্প বা উদ্ভট হৈ হৈ চীৎকার আদৌ সম্ভবপর নয়।

❤️❤️❤️

আরো পড়ুন..

  1. সালাম, সালামুন আলাইকুম, নাকি আচ্ছালামু আলাইকুম কোনটি ঠিক? ইসলাম আমাদেরকে এর কোনটি শিখিয়েছে?
  2. ▶️ যারা নামাজে হাত বাধেনা তাদের দলীল সমুহ। 
  3. ▶️ যে কারণে ধর্মকে উপার্জনের মাধ্যম হিসেবে নেয়া হারাম
  4. ▶️ মসজিদে কি দান করা উচিৎ? দানের সঠিক জায়গা কোনটি? 

 ❤️❤️❤️

আর একদল মারফতী পীর বা ফকির বলেন, ছয় লতিফার লা ইলাহা ইল্লাল্লাহর যিক্র হচ্ছে থার্ডক্লাসের লোকের জন্য, আর যারা সেকেন্ড ক্লাসের লোক তারা কেবল 'আল্লাহু আল্লাহু' জপ করবে। আর একেবারে আপার ক্লাসের পরম বিশিষ্ট সাধক যারা, তারা কেবল হু-হু-হু-হু করবে।

কিন্তু আমরা পবিত্র কুরআন ও হাদীসে এ ধরনের যিক্রের হুকুম দেখি না। আল্লাহর রসূল ও আল্লাহ! আল্লাহ! বা হু-হু-হু-হু জপ করার ব্যবস্থা দেননি। ইসলামী শরীয়তে যিক্রের যে হুকুম দেয়া হয়েছে তা অর্থপূর্ণ আর নির্দিষ্ট কোন না কোন উদ্দেশ্যের সহায়ক।

যখন কুরআনের এই আয়াত নাযিল হল-

‎‫فَسَبِّحْ بِسْمِ رَبِّكَ الْعَظِيمُ‬‎

"আপনি আপনার মহিমান্বিত রবের নামে তাস্বীহ করুন" তখন আল্লাহর রসূল মুসলমানদেরকে বললেন :

 "اجْعَلُوا في ركوعكم" 

এটাকে তোমরা রুকুতে পালন করবে।

যখন কুরআনের এই আয়াত নাযিল হল, 

"سَبِّحِ اسْمَ رَبَّكَ الأَعْلَى 

আপনার রহমান রবের তাসবীহ করুন। তখন আল্লাহর রসূল মুসলমানদেরকে বললেন:

 "اجْعَلُواهَا فِي سُجُودِكُمْ" 

তোমরা এটাকে সিজদায় পালন করবে। রসূলুল্লাহর সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথার তাৎপর্য বুখারীতে লেখা আছে, আল্লাহর রসূল রুকুতে "

سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمُ” 

আর সিজদায় "

سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى" 

পাঠ করতেন। শুধু ইয়া রব, ইয়া রব বা আল্লাহু, আল্লাহু বা কেবল হু-হু-হু-হু করতেন না। এ থেকে পরিষ্কার বুঝা যাচ্ছে, আল্লাহর নামের তাসবীহ ও যিক্র অর্থবোধক সম্পূর্ণ বাক্যের দ্বারা করতে হবে।

আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

‎‫أَفْضَلُ الذكر لا اله الا الله وَأَفْضَلُ الدُّعَاءِ الْحَمْدُ لِلَّهِ‬‎

অর্থাৎ সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা-ইলা-হা ইল্লাল্লাহ আর সর্বশ্রেষ্ঠ দু'আ হচ্ছে- "আল-হামদু লিল্লাহ"। (ইবনু মাজা)

বুখারীতে আছে, আল্লাহর নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: কুরআনের পর চারটি বাক্য হচ্ছে উত্তম এবং তা কুরআন থেকেই নেয়া হয়েছে।

এ চারটি বাক্য হচ্ছেঃ (১) সুবহানাল্লাহ (২) আল-হামদুলিল্লাহ (৩) লা-ইলাহা ইল্লাল্লাহ (৪) আল্লাহু আকবার।

বুখারী ও মুসলিমে আছে, আল্লাহর রসূল সল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি দৈনিক একশত বার

‎‫لا اله الا اللهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْئ قدير‬‎

উচ্চারণঃ “লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারীকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর" বলবে, সে ব্যক্তিকে আল্লাহ তা'আলা সারাদিন সন্ধ্যা পর্যন্ত নিরাপদে রাখার ব্যবস্থা করবেন।

বুখারীতে আরও আছে, আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: দুটি বাক্য জবানে উচ্চারণ করতে খুব সহজ কিন্তু ওজনের পাল্লায় খুব ভারী আর রহমানের খুব প্রিয়, বাক্য দু'টি হচ্ছে-

উচ্চারণঃ "সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী, সুবহানাল্লাহিল আযীম।"

ইসলামী শরীয়তের বিধান হলো নামাযে আল্লাহু আকবার, রব্বানা লাকাল হামদু, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়ার আলা, আল-হামদু লিল্লাহ প্রভৃতি পাঠ করতে হয়। প্রত্যেক কাজের সূচনায় বিস্মিল্লাহ বলতে হয়।

মোটকথা, আযানে, ইকামতে, নামাযে, হাজ্জে, ঈদে, প্রত্যেক কাজের আরম্ভে, সুখে-দুঃখে, বিপদে-আপদে, স্বদেশে-বিদেশে, সব সময়ে যে সব তাস্বীহ ও যিক্র করার ব্যবস্থা আল্লাহ ও তাঁর রসূল দিয়েছেন, সেগুলির কোনটাই এক শাব্দিক বা অসম্পূর্ণ বাক্য নয়।

আপার ক্লাসের লোকগুলো যে হু-হু-হু-হু করে থাকে, এরও কোন প্রমাণ কুরআন হাদীসে নেই। 'হু' শব্দটা হচ্ছে সর্বনাম। এর অর্থ হচ্ছে 'সে'। যারা কেবল সে-সে-সে-সে করে থাকে তারা পথভ্রষ্ট। কারণ এক শব্দ দিয়ে বা অসম্পূর্ণ কথা দিয়ে, সাহাবা ও তাবেয়ীগণ কখনো যিক্র করেনি। 

আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের যিক্র করতে বলেননি। 'হু' শব্দ কোন বাক্য নয়। হু শব্দ দ্বারা কোন নিশ্চিত অর্থ বুঝা যায় না। হু-হু শব্দটা ভয়াবহ ফিত্নার উৎস। 'হু' শব্দের সাথে ইসলামী যিক্রের কোনই সম্পর্ক নেই।  

এটা হচ্ছে আগাগোড়া বিদ'আত ও গোমরাহী। মানুষের অন্তর যে, সব সময় একই অবস্থায় থাকবে, আল্লাহর সত্তার সঠিক ধ্যান ধারণা যে মানুষের অন্তরে সব সময় বিরাজ থাকবে- তা থাকতে পারে না। কেমন করে কোন্ অলক্ষে যে বিভ্রান্তির মায়া হৃদয়ে স্পর্শ করে, কেউ তা টের পায় না। 

সে জন্য আল্লাহ তাঁর সকল শ্রেণীর বান্দাকে তাওবা করতে বলেছেন। কাজেই হু-হু-হু-হু করলেই যে আল্লাহকে ডাকা হবে- তা নাও হতে পারে। বরং সে সময় তার অন্তরে বিরাজমান বস্তুর দিকেই ইঙ্গিত হতে পারে। আর তা যদি হয়, তাহলে সে গোমরাহীর অতল তলে তলিয়ে যাবে। অতএব তথাকথিত ঐসব মারফতী ফকিরদের উদ্ভট যিক্র থেকে প্রত্যেক মুসলমানকে হুশিয়ার থাকতে হবে।

অর্থবোধক পূর্ণ বাক্য দিয়ে যিক্র করার কথা শরীয়তে রয়েছে, সেরূপ যিক্রই আমাদেরকে করতে হবে। যিক্র দুই প্রকারে আমরা করতে পারি। কোন অন্যায় কাজ সামনে এলে আল্লাহকে স্মরণ করে তা থেকে যদি বিরত হতে পারি, কোন অন্যায় যদি হয়েই যায়, তাহলে আল্লাহকে স্মরণ করে তাওবা ইস্তিগফারের বাক্য যদি মনে মনে পড়তে পারি, তাহলে এটা হবে খুবই মূল্যবান। 

একে বলে 'যিকরে খফী।' তাছাড়া আল্লাহর প্রশংসা সূচক বাক্য নিম্নস্বরেও উচ্চারণ করতে পারি। এ ধরনের যিকরকেও যিকরে খফী বলে।

আর এক ধরনের যিকরে হচ্ছে- "যিকরে জলী"। তথাকথিত পীর ফকিররা লম্ফ ঝম্ফ করে গুরু গম্ভীর স্বরে বিকট চীৎকার করে যে আল্লাহর নাম উচ্চারণ করে থাকে, এটাকেই তারা বলছে- "যিক্সে জলী"। কিন্তু আসলে তা নয়। মানুষের সাথে মানুষ সাধারণ স্বরে যেভাবে কথা বলে, সাধারণত যে স্বরে মানুষ কুরআন তিলাওয়াত করে সেই স্বরে আল্লাহর প্রশংসাসূচক বাক্য উচ্চারণ করাকে "যিকরে জলী” বলে।

আযান ছাড়া আল্লাহর যত প্রকার প্রশংসাসূচক বাক্য আছে, সবগুলোর উচ্চারণ সাধারণ স্বরেই করতে হবে। খুব জোরে চলবে না। কুরআনে সুরা বানী ইসরাঈল ১১০ নং আয়াতে আল্লাহ ঘোষণা করছে-

‎‫وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذَلِكَ سَبِيلًا*‬‎

"নামাযে চীৎকার করে তিলাওয়াত করো না, আর একেবারে নিম্নস্বরেও তিলাওয়াত করো না। বরং দুয়ের মাঝামাঝি পথ ধরো।"

নামাযে যা কিছু পড়া হয়, সেগুলো অবশ্যই যিকরের অন্তর্ভুক্ত। কাজেই এই আয়াত থেকে বুঝা গেল, বিকট চীৎকার করে যিকর করা হারাম।

একদিন আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধে যাচ্ছেন, সাহাবীরা সঙ্গে আছেন। একটা উপত্যকা পার হবার সময় কয়েকজন সাহাবী "আল্লাহু আকবার", "লা-ইলাহা ইল্লাল্লাহু” বলে খুব জোড়ে চীৎকার শুরু করে দিলো। তাতে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন:


🎈এখানে পন্যটি🎈চাপ দিন 🎈

'হে জনগণ! তোমরা নিজেদের প্রতি সদয় হয়ে খুব জোরে চীৎকার থেকে বিরত হও। জেনে রেখো, তোমরা কোন বধিরকে বা অনুপস্থিতকে ডাকছো না।

আরও জেনে রেখো, তোমরা এমন একজন শ্রবণকারী, দর্শনকারী ও নিকটবর্তীকে ডাকছো, যিনি তোমাদের সাথেই আছেন। (বুখারী, মুসলিম)

পাঠক এথেকে পরিষ্কার বুঝতে পারছেন যে, অর্থবোধক পূর্ণ বাক্য দ্বারা আল্লাহকে স্মরণ, আল্লাহর প্রশংসা-ব্যঞ্জক পর্ণবাক্য নিম্নস্বরে বা সাধারণ স্বরে উচ্চারণ করাকেই যিকর বলে। আর এর ব্যতিক্রম ঘটালেই বুঝতে হবে, ওটা যিকর নয়- 'মক্কর'।


Post a Comment

0 Comments

শিয়া সুন্নিদের হাদিস কতগুলো

A touching story of an oppressed woman
Chat with us on WhatsApp