▶️ কবিতার নাম। পুরস্কার 🌹


🌹'পুরষ্কার'🌹

আঃ কাদির আকন্দ

তারিখঃ ১৩/১২/২০১৮ইং


দেশের যত কৈশোর শোনো তোমরা হে তরুন,

সম্ভাবনায় তোমরাই দেশে তোমরাই নবীণ অরুণ।

শিশু, বৃদ্ধ, নারী দেশে অবলা যত.

তোমাদের পানে রয়েছে চেয়ে সদা অবিরত।

তোমরা নিজপেশীর বলে আনিবে ছিনে যা কঠিন,

সেই ভরসায় ক্রোড়ে ঘুমায় অসহায় রাতদিন।


যত অন্যায় ভাষায়ে বন্যায় করিবে ন্যায় প্রতিষ্ঠা,

ঝকঝকে উজ্জ্বল গড়িবে সমাজ হবে দূর কালো বিষ্ঠা।

তোমরা হলে অলসের শিকার হবে কি উপায় হায়।

ধুলায় লুটিবে ক্ষুধিতের কামনা চতুর দিকে পরাজয়।


 কলঙ্কের বেদনা তোমরা হায় সহিবে কেমনে?

অপমানের চেয়ে মৃত্যু শ্রেয় ধিক্কার দিবে নিজ পানে। 

কা-পুরুষের বেঁচে থাকা যেমনটি লজ্জাস্কর,

দুনিয়াটি তার হয়ে যায় অসার বদ্ধ কারাগার।

ধর্মের ডাকে দাও সাড়া আজ তথায় মুক্তা খনি.

দু'কূল উজ্জ্বল হবে তোমাদের, 

পাবে মেডেল মুক্তা মণি।


Post a Comment

0 Comments

শিয়া সুন্নিদের হাদিস কতগুলো

সমাজে সততা ও ইমানের গুরুত্ব  লিখকঃ মাহাতাব আকন্দ
Chat with us on WhatsApp