▶️ কবিতার নাম। তত্ত্বতথ্যে সোনার বাংলা-২🌹

 


🌹তত্ত্বতথ্যে সোনার বাংলা-২🌹

দেশত্বাবোধক কবিতা
কবি আব্দুল কাদির আকন্দ
২০/০৮/২০১০ ইং

উনিশ'শত একাত্তরে স্বাধীন হলো ছাব্বিশ মার্চে। 
এশিয়ার পূর্ব দক্ষীণ, তিন দিক তার ভারত জমিন। 
দক্ষীনে বঙ্গোপোসাগর মধ্যে খানে ঢাকা নগর।

একলক্ষ চুয়াল্লিশ হাজার, 
পাঁচ'শত সোয়াত্তোর বর্গকিলোমিটার
 সাড়ে শাত কোটি ক্ষুধিত লইয়া, 
বহু কষ্টে স্বাধীন হইয়া, 
স্থাপনা সব ভগ্নাকারে নিয়ে সীমাহীন দুঃক্ষান্তরে,
 বিশ্ব মানচিত্রে অতি ক্ষুদ্রাকারে। 
সোনার বাংলার জন্ম হলো বাংলাদেশীর দুঃখ ঘুচলো।

সতেরো জেলা ভাঙ্গিয়া চৌষট্রিতে রুপ নিয়া।

থানার সংখ্যা চার,শ নব্বই
 উইনিয়ন পয়চল্লিশ,শ বাষট্টি লই। 
সপ্তাশি হাজার এক,শ একানব্বইটি গ্রাম,
 ঊনষাট হাজার নয়'শ নব্বই মৌজা মোরা পেলাম।

ভারত সাথে সীমা, 
চার হাজার এক'শ চুয়াল্লিশ কিলোমিটার নিয়া।
 মায়ানমার সীমা দুই'শ তিরাশি কিলোমিটার হইয়া।
সীমান্ত মোদের মোট পাঁচ হাজার,
 এক'শ আটত্রিশ কিলোমিটার। 
বর্তমানে মানুষ প্রায় সতেরো কোটি, 
বিভাগ দেশে করা হলো মোট আটটি। 
রেল লাইনের দৈর্ঘ্যতা অনেক বেড়ে গেল, 
যাত্রী ছাউনি পাকা রাস্তার হিসাব বাকী রলো।
 মধ্যখানে রাজধানী ঢাকা মহানগরী,
 স্থল পথে, জল পথে, আকাশ পথেও ঘুরি।


Post a Comment

0 Comments

শিয়া সুন্নিদের হাদিস কতগুলো

সমাজে সততা ও ইমানের গুরুত্ব  লিখকঃ মাহাতাব আকন্দ
Chat with us on WhatsApp