Header Ads Widget

▶️ কবিতার নাম। ঘুমন্ত কিশোর।


 'ঘুমন্ত কিশোর'

আঃ কাদির আকন্দ

তারিখ: ১৪/০১/২০১৮


জাগো হে কিশোর জাগো-

চোখ দুটি মেলে দেখ।

তোমার আশায় রয়েছে বসে কারা-

দেখ চেয়ে, তা দেখ।


তোমাদের দয়া কুড়ায়ে তারা-

বাঁচিতে চায় ক'দিন,

তোমরা যদি নাহি বোঝ তা-

বঞ্চিত তারা হীন।


অভিশাপের শ্বাস তাদের-

সহিবে কেমনে,

বল বীর তোমরা তা-

বরিবে কেমনে।

ঝেড়ে ফেলো গাঁয়ে থেকে-

ভিতুর ঐ বস্ত্র।

বীরের পোশাকে হাতে নাও-

রোজগারের অস্ত্র।


খেলায় মাতিয়ে টিভির পর্দায়-

মূল্যবান সময় কেনো কর ক্ষয়,

এর জন্য হিসাব টি-

তোমারই নিজের,

ঠেকা কি পড়িবে কভু-

তা গণীতে অন্যের?




Post a Comment

0 Comments

শিয়া সুন্নিদের হাদিস কতগুলো

A touching story of an oppressed woman
Chat with us on WhatsApp