▶️ কবিতার নাম ওসীলা। আঃ কাদির আকন্দ

 


ওসীলা

আব্দুল কাদির আকন্দ

২৩/১০/২০১১ ইং

ওসীলার দোহাই দিয়ে বর্তমানে কতেক পীর,

সাধারনদের বুঝিয়ে গোঁজা দেশটি করল অস্থির।

তৌহিদীর মুসলিম উম্মার পরিস্কার এক আঙ্গিনায়,

শেরক বিদাতের জঞ্জাল ফেলে মেরে ফেল্লো ঘৃণায়। 

সেই সাথে আরও মারল ইজ্জতটারে জে. এম.বি,

অহেতুক ত্রাশ করে বলে মোরা ইসলাম সেবী। 

কোন ইসলাম শিখছে ওরা লেখা পড়া করিয়া?

ওদের জন্য লেবাস পরতেও লজ্জায় যাই মরিয়া। 

দারুল ইসলাম দারুল হারুফ দারুল আমান কি?

জে,এম,বির নেতারা তা তো বোঝে নি।

প্যাগোডা মন্দিরে গির্জায় মসজিদে সরকারের নাই হামলা, তবে কেনো মিছে মিছে দেশে করে ঝামলা?

দারুন ইসলাম যদিও নয় মোদের বাংলাদেশ

দারুন হারবের কর্মসূচীর কোনো ধরতেশ, 

মোদের দেশে দারুল আমান শাসন ব্যবস্থা,

এখানে তো বোমাবাজীর হয়নি অবস্থা।

তিন শাসনের ব্যাখ্যা বুঝে তোমরা আগে নাও?

কুর আন পড়ে ভাল করে ইসলাম বুঝে যাও? 

সন্ত্রাসীর ওসীলায় ইসলাম আসে নাই,

ত্যাগ শৈখ্যতার বিনিময়ে ইসলাম মোরা পাই।

সরকার হতে যদি কোনো দিন ধর্ম মান্তে বাধা হয়।

সর্ব ধর্মের ঐক্য নিয়ে শাসকের সংগে লড়তে হয়।

ধর্মিও সব আচার মেনে জনগন কে চলতে হয়,

আর রাষ্ট্রিয় সংবিধান যা ধর্মের উর্দ্ধেও নয়।


ওসীলার মূল অর্থ নৈকট্টে ইলাহী,

বাকীগুলি ওসীলার ওসামা এর বেশী নাহি।

 সীন-সোয়াদ উভয় দিয়ে ওসীলা হয়

মায়েদার ওসীলা সীন দিয়ে রয়।

ওসীলার মর্মকথা বুঝ ভাল করে,

ভুল ব্যাখ্যায় জীবন নষ্ট করিও না ওরে।

Post a Comment

0 Comments

শিয়া সুন্নিদের হাদিস কতগুলো

সমাজে সততা ও ইমানের গুরুত্ব  লিখকঃ মাহাতাব আকন্দ
Chat with us on WhatsApp