▶️ কবিতার নাম। 🌹 স্বাধীনের গান 🌹

 

🌹স্বাধীনের গান🌹

 আব্দুল কাদির আকন্দ

   ২৯/০৩/২০১০ ইং


স্বাধীন স্বাধীন মোরা বাংলাদেশী 

নোই কো কারো অধীন, 

স্বাধীন স্বাধীন মোরা কষ্টে স্বাধীন।


মুক্ত আকাশে শরতের শেষে 

ভাসে মেঘ ভেলা সমিরনের হয়ে আধীন, 

স্বাধীন স্বাধীন কষ্টে স্বাধীন।


তেমন ভাসিতে দেবনা

কষ্টের মোদের বাংলার জমিন, 

স্বাধীন স্বাধীন মোরা কষ্টে স্বাধীন। 


অধিনতার প্রাচীর গুঁড়িয়ে 

রক্তিম সূর্য উঠিছে ফুঁড়িয়ে।

এবার মোদের চল্লিশ পূর্তি 

ভুলিনাই স্ফুর্তী নবীন, 

স্বাধীন স্বাধীন মোরা কষ্টে স্বাধীন।


অর্ধ কোটি জাতীর শীর হারিয়ে খোয়ায়ে 

কত দম্পতির কত নব নীড়

মেলে নাই মিলিবেনা আর তাদের চেহারা চিন, 

স্বাধীন স্বাধীন মোরা কষ্টে স্বাধীন। 


হাসি কান্নার সূর্য তুমি 

ঠোঁটে খুশির ঝলক বটে, 

মোদের উষ্ণ জলে ভরা ছল ছলে আঁখি।

মন খুশি তবে তন হয়েছে ক্ষীন- 

স্বাধীন স্বাধীন মোরা কষ্টে স্বাধীন।


অরক্ষীত স্বাধীনতা মোদের নহে কাম্য,

উঁচু নিচুর মাঝে কভু নহে সাম্য।

পরাধীনতা মুক্ত চাই সুধাময় বাংলার জমিন,

স্বাধীন স্বাধীন মোরা কষ্টে স্বাধীন।


যার যে ধর্ম যার যে কর্ম

রক্ষার্থে নাহি চাহি আর বর্ম

পুনঃ পুনঃ মিলি যেন মোরা শান্তিতে

স্ব স্ব তির্থের দিন,

স্বাধীন স্বাধীন মোরা কষ্টে স্বাধীন।

Post a Comment

0 Comments

শিয়া সুন্নিদের হাদিস কতগুলো

A touching story of an oppressed woman
Chat with us on WhatsApp