Header Ads Widget

▶️ কবিতার নাম। পরিচয় 🌹


🌹 পরিচয় 🌹

আঃ কাদির আকন্দ

তাং- ৯/১০/২০১৯


শোন মোর প্রতিবেশী গ্রামবাসীগণ, 

শোন শোন দেশবাসী শোন জনগণ।

কবিতা লেখার টান মোর ছোট বেলা থেকে, 

ভাবছি এখন কি করিব কবিতা লেখে।

 কবিতায় রং-রস গান টানের পালা, 

কি করে ঘোছাবো মনের চিন্তা জ্বালা।


নানা না না না শুধু তাই না, 

ভাবুকের রয় মনের কত যে বায়না। 

বায়নার উত্তর গুলি কবিতায় পাই,

 এলোমেলো রয় যা কত ঠাঁই ঠাঁই। 

মনের গভীর থেকে তা আসে উঠিয়া, 

বিজ্ঞান প্রযুক্তির ভাব ধরিয়া।

অল্প কথায় সমাধান কবিতার এক পংতি

বুঝিতেছি কবিদের কল্পনার সংগতি। 

সত্যি কারের কবি তো সেই কবিকার,

ধর্মের জ্ঞান যার রয় একাকার।

ধর্মজ্ঞানের নাই বালাই শুধু প্রকৃতির ছোঁয়ার?

তার কাছে পাবে কি জাতী জ্ঞানের জোয়ার?


নাম মোর আব্দুল কাদির

 বসত মহলদার পাড়ায়

 পোষ্টঅফিস পামুলী দেবীগঞ্জ থানায়।

পঞ্চগড় জেলাধীন উত্তরবঙ্গ বাংলাদেশ, 

জন্মস্থান পাবনা জেলায় শিশুর পরিবেশ।

লেখাপড়া ছাড়তে হলো স্বাধীনতার যুদ্ধে,

দর্জি কাজ করতে হলো অভাব চাপে তরতে। 

জায়গা জমিন নাহি ছিল আফীর ভিটায় বাড়ী,

পিতা মাতা রোগা ছিলেন জমাই সংসার পাড়ি। 

এখন শুধু বাড়ীর ভিটা চাষের জমি নেই,

 গৃহিনীটি বিছানায় পড়া প্যারালাইসিস সেই। 

দুই ছেলে দুই জেলায় তাদের সংসার জ্বালা, 

দিতে কিছু পারি নাই অর্থের অভাব মেলা।

বাঁচার তাগিতে আমি করছি পেষা বহু, 

কাঠের কাজ ইমামতি শিক্ষকতা সহ। 

হোমিও ডাক্তারি পেষা এটিও করি,

ফাঁকে ফাঁকে কাব্য লেখায় তাও কলম ধরি। 

চিন্তাগুলি আমার খাতায় আঁটি,

 জাতি যেন পায় কিছু সৎ চিন্তাটি। 

বড় মেয়ে কোহিনুর গ্রামেই কিলোখানিক দূরে,

 ছোট মেয়ে ফেরদৌসী একেবারেই ওরে।

 বৌ-মাদের ফাঁকে ফাঁকে তাদের' মনের টানে,

তাদের মায়ের সেবা করে কায়মনে।


 বড় ছেলে মাহাতাব মসজিদ ইমাম, মাদ্রাসাও করে, 

সেই সাথে তাবলীগ নিয়ে ঘোরে দ্বারে দ্বারে।

রংপুর বিভাগের আমির বর্তমানে,

 ইসলামী গান গজল লেখে দ্বীনের টানে।

 ছোট ছেলে মাহবুব এম.এ. ক্লাশ নিয়ে, 

ছোট খাট চাকরী করে আবার করিয়াছে বিয়ে।

 বর্তমানে সে তার রোজগার হতে,

 কিছু করে অর্থ সে পাঠায় বাড়ীতে। 

বর্তমানে আমি পূর্ণ বেকার,

 অর্ধাঙ্গীনী হয়ে যায় অচল বেকায়ার। 

বর্তমানে বয়স আমার আটষট্টির কোঠায়,

এই পর্যন্ত শুনাই সংক্ষেপ আমার পরিচয়। 


আমার কাব্যের নাম 'রংধনু' ভাই, 

অসংখ্য কবিতার সংখ্যা নাহি পাই। 

পড়িয়া দেখুন তা কেমনটি মজা, 

পড়িলে অন্তর সবের হবে তরু ভাজা।

 ইতিপূর্বে যারা পড়িছেন পাণ্ডু, 

প্রশংসা করে চাইছেন 

দ্রুত প্রকাশ কান্ড। 

মঞ্চায়ীত করতে তাই আমার মন চায়, 

বান্ধবদের লম্বা হাতের কাম্যটি রয়।

Post a Comment

0 Comments

শিয়া সুন্নিদের হাদিস কতগুলো

A touching story of an oppressed woman
Chat with us on WhatsApp