Header Ads Widget

▶️ কবিতার নাম। ডিজিটালের শিশু


🌹 ডিজিটালের শিশু🌹

আব্দুল কাদির আকন্দ


আজকের শিশু আর অতীতের শিশু, 

বহু ব্যবধানে দেখি উঁচু আর নীচু।

 আগের শিশু খেলা নিয়ে থাকিত তারা, 

রঙিলা ঘুড়ি নিয়ে পাগল পারা। 

বড়দের বকা খেয়ে গ্রামের শিশু, 

বাধ্য হইয়া কাজ করিত কিছু। 

লেখাপড়ায় মন ছিলনা তেমন, 

গরীরে সন্তান শিক্ষায় বঞ্চন। 

ধনীদের শিশু আর মধ্যদের কিছু,

 করিত লেখাপড়া বাকি সব নীচু। 

বই খাতা কাগজ কলম সবই কেনা, 

শিক্ষকের বেতনটিও মাফ পেত না। 

আজকের শিশুদের তেমনটি নয়, 

শিক্ষার যত কিছু সবই তো পায়। 

সরকারি বই পুস্তক পায় ফুল ফ্রি 

উপবৃত্তির টাকা পেতেও নয়তো দেরী 

সরকার বাধ্য করে দেশে লেখাপড়া, 

আজকের শিশু তাই শাসনে কড়া। 

লেখাপড়ার অগ্রগতি ডিজিটালের বন্ধন, 

দোয়া করি প্রাণ খুলে পাক সত্য সন্ধান।





Post a Comment

0 Comments

শিয়া সুন্নিদের হাদিস কতগুলো

A touching story of an oppressed woman
Chat with us on WhatsApp