▶️ কবিতার নাম। 🌹 ভোট🌹



🌹 ভোট 🌹

👉 কবি আঃ কাদির আকন্দ

 তাং- ২৫/০৪/২০১১ইং


ভোট কথাটি ছোট্টো সহজ,

হল কাজটির বড্ড গরজ।

ভোট মানে স্বাক্ষী দেওয়া,

সুপারিশের সুযোগ পাওয়া।


আমার একটি স্বাক্ষীর জন্য,

নেত্রিত্বে হয় কেউ ধন্য।

নেতার পথ পেয়ে কেউ,

মনে ছোটে খুঁশির ঢেউ।


খুশির বাড়া বাড়ি করে,

প্রতি পক্ষে টিটকারী মারে।

অসভ্যের পরিচয় দেয়,

মুর্খতা তাকে কয়।


মনে ছোটে খুশির ঢেউ,

ভাবনায় পড়ে আবার কেউ।

সারতে হবে দায়ীত্বও।

দায়িত্বের ভার মাথায় ধরে,

আরাম হারাম যে মনে করে।


নিজের সার্থ গোল্লায় দিয়ে, 

জন-সেবায় মাতে গিয়ে।

তারে ভোট দিল যে, 

পূণ্যের ভাগ পেল সে।


ভোট শুধু নয় নেতার বেলায়,

 বিচারে যে স্বাক্ষী বিলায়। 

তাকেও কিন্তু ভোট বলে,

 টাল বাহানা যাও ভুলে,


জনগণের হক মেরে, 

যেবা নেতা উদর ভরে।

ভোগীলদের ফাঁকিদিয়ে,

পানতা ভাতাও খায় ঘীয়ে।


করে ভাগ্নের উপকার,

যোগ্য জনের ঘোরা সাড়।

এরুপ নেতার ব্যবহার, 

ভোট দিয়ে করলে পার।


ভোটার হয়েও সমান পাপ,

আখেরে তার নাই মাফ।

Post a Comment

0 Comments

শিয়া সুন্নিদের হাদিস কতগুলো

সমাজে সততা ও ইমানের গুরুত্ব  লিখকঃ মাহাতাব আকন্দ
Chat with us on WhatsApp