▶️ কবিতার নাম। জ্ঞানের খনি আল কুরআন।

 

 

জ্ঞানের খনি আল কুরআন 

আঃ কাদির আকন্দ


আজ মোরা মুসলমান কেন জগতে অধ:পতনে? 

মেরুদন্ড দুর্বল হয়েছে ধর্ম ইসলাম বদনে।

কুরআন যে মোদের উৎস জ্ঞানের তাহা নাহি বুঝি,

 কুরআনের জ্ঞান উত্তলন করে অভাবের সাথে নাহি যুঝি।


জ্ঞানের খনির সন্ধান আজ পেয়েছেন কারা, 

বিদ্যুৎ ইথার রেডিও দুর্বিন নানাবিধ ইঞ্জিন সৃজিলেন যারা।

কুরআনকে শুধু মোরা কণ্ঠস্থ করিয়াই ক্ষান্ত হই, 

ভাষা বুঝিনা মর্ম বুঝিনা জ্ঞানের সন্ধান পাব কই।


খনি বিদ্যুৎ সাগর বন কুরআনে উল্লেখ সবি, 

বারবার খোদা আদেশ দিয়াছেন নজর দাও সেতাবী।

উপকার সাধন করিতে তোমাদের যা কিছু দরকার,

 সন্ধান করিয়া বাহির করে নাও কহি কাছে সবার।


কিন্তু মোরা তাহা না করে ঘুমেতেই যেন মরা,

 নামাজ রোজা করিয়াই শুধু উদ্দেশ্য করি সারা।




Post a Comment

0 Comments

শিয়া সুন্নিদের হাদিস কতগুলো

সমাজে সততা ও ইমানের গুরুত্ব  লিখকঃ মাহাতাব আকন্দ
Chat with us on WhatsApp