Header Ads Widget

▶️ কবিতার নাম। 🌹মহড়া🌹


 🌹মহড়া🌹

আঃ কাদির আকন্দ 

তাং ১০/০৫/২০১৮ইং


মন মানসীর বক্রগতি ইন্দ্রায়াদির অপব্যবহার,

চারিত্রিক অবক্ষয়ে ধস নেমেছে আজ মানবতার।

ধুকে মরিতেছে ধর্মানুরাগী পাহাড়ের চাপ বুকে,

পরাজয়ের গ্লানি আসিছে কানে কষ্ট সহিতে তাকে।


কাঁপিছে আজ ইসলাম নামের ছিন্নপাল তরণী খানি,

হালের মাঝি বাজিহীন হয়ে বদলায়ে স্রোতের পানি।

অসাবধানে ছিদ্রপথে মরণ বারিতে নৌপেট ভরে,

কখন ডুবিবে হায় তরণী তার অথৈ সাগরে?


অলসের স্বীকার হলে কী তারা তরাতে পারে নাও?

ছেউতির কাজ অলসে আজ বন্ধ করিছে তাও।

ইদানিং বিশ্ব খুজিছে ইসলাম হয়ে উপায়হীন,

মানবতা হারাল সমকামিতেও সভ্যযুগের এদিন। 


শান্তির সমাধান টানিবে ইসলাম গ্যারান্টি মহাকালের,

মহাভাবুক বিশ্বে যারা হেরিল খুজে তা ভালের।

আমেরিকা, রাশিয়া, জাপান, চীনে বুঝিল ইসলাম তারা,

ভারত, নেপাল, চতুর পানে পড়িতেছে দ্রুত সাড়া।


বাজিছে মাদল লাগিছে কানে জ্ঞানিদের আগমন,

নবদিক্ষার সত্যের টানে জোড়ায় ভগ্নমন।

প্রাচীনের বিমুখতা ঠেলিয়ে হেরিল জ্ঞাণ আলো,

হিংসা অহং মানবতা কাড়ে পথটি তার কালো। 


প্রাচীন মুসলীম মোরা মহড়া দিচ্ছি শুধু নামাজের কাতার,

নবীন যারা গুণছে তারা ওহীর শান্তির আগার। 

মহড়া দিচ্ছি মসজিদে মোরা শূণ্য ধর্মমাঠে,

ইসলাম রবী মোদের ফেলে বসিছে গিয়ে পাটে।


নতুনের সাড়া জাগিল বিশ্বে ধর্মান্তরিতের,

সাহস জাগিল ভাবুকের মনে করি আশিষ তাদের।







▶️▶️▶️▶️▶️▶️◀️◀️◀️◀️

Post a Comment

0 Comments

শিয়া সুন্নিদের হাদিস কতগুলো

A touching story of an oppressed woman
Chat with us on WhatsApp