শিয়াদের হাদিস কতগুলো আর সুন্নিদের হাদিস কতগুলো?


 মুসলিমদের দুটি বৃহৎ ফিরকা যা শিয়া এবং সুন্নী নামে পরিচিত। এই দুই ফিরকা নবী সাঃ এর ইন্তেকালের ৩০০ বছর পর বিভিন্ন তাবে ও তাবে-তাবেইনদের নিকট হতে হাদিস সংগ্রহ করেছে। যা আমরা বিভিন্ন গ্রন্থের নামে পাই। নিম্নে দেয়া হলো।


★সুন্নী।
১। বুখারী- ৭০৫৩/-
২। মুসলিম - ৭২৮২/-
৩। আবু দাউদ- ৫১৮৫/-
৪। তিরিমিযি - ৩৬০৮/-
৫। নাসায়ী - ৫৭৫৮/-
৬। ইবনু মাযাহ- ৪৩৪১/-
মোট- হাদিস- ৩৩২২৭/- (এখান থেকে বিস্তারিত পড়ুন।)


★শিয়া।
১/- আল কাফী- ১৬১৯৯/-
২/- মানলা ইয়াহদুরুহু আল ফকিহ- ৯০৪৪/-
৩/- তাহযিব আল আহকাম- ১৩৫৯০/-
৪/- আল ইস্তিবসার- ৫৫১১/-
মোট হাদিস ৪৪৩৪৪/-  (এখান আরো বিস্তারিত পড়


১) ইমাম বুখারী রহ. -- উজবেকিস্তান
২) ইমাম তিরমিজি রহ. -- উজবেকিস্তান(এখান আরো বিস্তারিত পড়ুন)
৩) ইমাম দারেমী রহ. -- উজবেকিস্তান
৪) ইমাম নাসাঈ রহ. -- তুর্কমেনিস্তান
৫) ইমাম আবু দাউদ রহ. -- সিজিস্তান
৬) ইবনে খুজাইমা রহ. -- নিশাপুর
৭) ইমাম মুসলিম রহ. --ইরান
৮) ইমাম বায়হাকি রহ.--ইরান
৯) ইমাম গাজ্জালি রহ. -- ইরান
১০) ইমাম আল-বাগাভী রহ. --ইরান
১১) ইমাম শাফি রহ.-- ফিলিস্তিন
১২) ইমাম আবু হানিফা রহ. --ইরাক
১৩) ইমাম আহমাদ ইবনে হাম্বল রহ. --ইরাক
১৪) ইবনে মাজাহ রহ. -- ইরাক
১৫) আব্দুল কাদের জিলানী রহ. --ইরাক
১৬) ইমাম দারাকুতনী রহ. --ইরাক
১৭) ইমাম আবী শায়বা রহ. -- ইরাক
১৮) ইমাম নুয়াইম বিন হাম্মাদ রহ. -- ইরাক
১৯) ইমাম জাওযী রহ. -- ইরাক

২০) ইমাম তাইমিয়া রহ. -- সিরিয়া
২১) ইমাম কাইয়ুম রহ-- সিরিয়া
২২) ইবনে কাছির রহ. --সিরিয়া
২৩) ইমাম যাহাবী রহ. -- সিরিয়া
২৪) ইমাম নববী রহ. -- সিরিয়া
২৫) ইবনে হাজার আসকালানী রহ. -- মিসর
২৬) ইমাম তাহাবী রহ.-- মিসর
২৭) ইমাম সুয়ূতী রহ. --মিসর
২৮) ইমাম কুরতুবী রহ. --স্পেন
২৯) ইমাম হাযম রহ. -- স্পেন
৩০) ইমাম তাবারানী রহ. --'তাবারিয়া আস-শাম'
৩১) ইমাম শাওকানি রহ. -- ইয়ামেন
৩২) ইবনে হিব্বান রহ. -- আফগানিস্তান
৩৩) ইমাম হাকেম রহ. - আফগানিস্তান/খোরাসান
৩৪) মোল্লা আলী ক্বারী রহ.- আফগানিস্তান/খোরাসান
৩৫) শাহ ওয়ালিউল্লাহ দেহলভি রহ.-ভারত
(আরো পড়ুন)

দুঃখের বিষয় নবীর জন্মভূমি থেকে সেই মানের একজন আলেম বাহির হয়ে আসলো না। তার জন্মভূমির বাইরের এসব হাদিস, ফিকহ, কিতাব, ইজমা, কিয়াস বিশারদরা আমাদেরকে ভীন্ন ভীন্ন ইসলাম উপহার দিয়েছে। একেকজন একেক মতামত, একেক পথ দেখিয়ে আমাদের ঘূর্নির মত ঘুরিয়ে দিয়েছে। একেকজনের মত একেক রকম। এনাদের অনুসারি আমরাও একেক মানহাজের।অথচ ওহি প্রাপ্ত আরবের মহামানব দিয়েছিলেন কেবল কুরআন। নবী মুহাম্মাদ (স:) এর মানহাজের অনুসারি কারা? বলবেন আমরাই? না তো হবেনা কেননা নবীতো চলতো কুরআন দেখে, আপনি চলেন কি দেখে? উপরের এসব স্কলারদের দেখে নিশ্চয়? বলবেন এরাই তো নবীর কথাটাই বলেছে? না তা তো হয়নি,তা হলে সবার কিতাবের কথা একই হত, এত ভীন্ন হত না।

আল ফুরকান-৩০
আর রাসূল বলবে, ‘হে আমার রব, নিশ্চয় আমার কওম এ কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে।

Post a Comment

0 Comments

শিয়া সুন্নিদের হাদিস কতগুলো

A touching story of an oppressed woman
Chat with us on WhatsApp